কবিতা ।। ভাষা আমার মা ।। দোলনচাঁপা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। ভাষা আমার মা ।। দোলনচাঁপা চ্যাটার্জী



ভাষা আমার মা 

দোলনচাঁপা চ্যাটার্জী

 
ভাষা আমার মা 
আকর থেকে আখর নিয়ে
শেখায় মার্জনা।

অন্য পারের দেশে
নানান ভাষার বেশে 
বর্ণচোরা বহুরূপী
মায়ের বুলি খোঁজে।

ভাষা যেন মা 
জ্বর কপালে হাত ঠেকিয়ে
স্নিগ্ধ সান্ত্বনা।

রোজগেরে দিন শেষে
স্বপ্ন যখন আসে
সাম্পানেতে বর্ণমালা
দোলায় ঘুমের দেশে।

ভাষা সবার মা
শিশুর মুখে মধুর মত
মধুর দ্যোতনা।
 
=============

 
 দোলনচাঁপা চ্যাটার্জী 
C. N. Roy Road, Kolkata-700039




No comments:

Post a Comment