Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

অসীম মালিকের দুটি কবিতা

বীজতলা  

সোনালী ধানের শীষে সম্ভাবনা লিখে রেখে ,
           পুনরায় গুচ্ছমূলকে ফিরিয়ে দিতেই
                                 কাস্তে নয় ,
একফালি ধারালো চাঁদকেই
             গোলাপী লিপস্টিক ভেবে
                                চুম্বন করে ধানগাছ ।

একফালি ধারালো চাঁদের ,
          এক -একটা চুম্বনে ছিন্ন হয় --
                           ধানগাছের গুচ্ছমূল ...

সার-সার ছিন্নমূল ধানগাছ ,
             উল্লাস ছড়িয়ে দেয় মাঠে মাঠে ।

দ্বিধা নেই ,দ্বন্দ নেই ,আক্ষেপ নেই
          শিকড়-ছিন্ন মাঠের খাতায়
               রেখে যায় সম্ভাবনার উজ্জ্বল চোখ ।

কোজাগর বৃষ্টি হয়ে ঝরলে
                     চাষীর চোখেই খুঁজে নেবে
                                   একটি বীজতলা ....
--------------------------------------------------------------------------



খসড়ালিপি 

          
           

উড়ছ তুমি , ভাসছ তুমি স্বপ্নে বিভোর হয়ে ,
আগুনপাখি মেলছে ডানা তোমার হৃদয় ছুঁয়ে ।

লিখছ তুমি হিজিবিজি অর্থহীন চোখের চিঠি , 
জমি বাঁচাও আন্দোলনের কৃষক তুমুল বৃষ্টি ।

মাটি আলো , মাটি ভালো , পড়লে কৃষক দৃষ্টি
মাটিই আমার আকাশতলে শিল্প সংস্কৃতি ।

যেদিকে যাও মাটিই দিশা কৃষক চোখের ভাষা ,
মাটির আমি , মাটির তুমি , মাটির সবুজ আশা ।

মাটির কথা মাটির বুকে মাটির খসড়ালিপি ,
রইল একা নিংস্ব হয়ে সুদৃশ্য উইঢিবি।

-------------------------------------------------------------------------------------------















Asim Malik , Vill -Sitalpur , Post -Arandi , P.S.-Arambagh , Dist -Hooghly
-------------------------------------------------------------------------------------------

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক