Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

অমিয়কুমার সেনগুপ্তর কবিতা

মানুষের কবিতা 

-----------------------------

গাছগুলি নেতিয়ে পড়েছে!
ঝড়ো হাওয়া মরুধুলোবালি
মানুষ বেঁচে,  না মরে গেছে ---
চতুরের তীব্র করতালি
#
মানুষের কান্না ঢাকা দিয়ে 
তবু আসে মানুষেরই পাশে;
কালে-কালে সময়কে নিয়ে 
ইতিহাস ফিরে-ফিরে আসে ....
#
 শ্রমে-ঘামে-রক্তের গভীরে 
ভুখা মানুষের চোখ কাঁদে ;
মনিবের দাসবৃত্তি চিরে
মহাকাল চক্রব্যূহ বাঁধে ....
#
চাষি আর মেহনতি জনে
সময়ের চাটে বিষকণা।
তখনও সাম্রাজ্যবাদী মনে
কালনাগ তুলে ধরে ফণা  ....
#
তবুও মানুষ বেঁচে থাকে ।
অরণ্যের শাখামূল ঘুণে
খায় । শূন্যে যে আকাশ ডাকে 
তা অস্ত্র লুক্কায়িত তূণে।
#
মানুষ মানুষে বিভাজিত
হলে পরে কে থাকবে ঘরে?
ইতিহাস নয় সমাহিত  ---
সে রয়েছে কালের গহ্বরে।
**************************




ইতিহাস ফিরে-ফিরে 

------------------------------------

ইতিহাস ফিরে-ফিরে আসে না । বরং সে
নিজেকেই নতুন করে নিয়ে আসে, কালে-কালে, 
   সময়ের সঙ্গে তাল মিলিয়ে ।

আর এই যে পুরনো অঙ্কেই নবতর সাজ ইতিহাসের 
তার পিছনেই হাহাকারে অন্তহীন বিপন্ন মানুষজন ।
শ্রম আর ঘামের বিনিময়ে এই যে এত রক্তপাত, 
এত লাশ, এত মূল্যবান প্রাণের প্রতি ব্যভিচার 
তা সবকালেই ছিল । আজও আছে ।
     একটু পরিবর্তিত আদলে।

আসলে, ওই যে মানুষগুলো, নুন আনতে যাদের 
পান্তা ফুরোয়, মনিবের পায়ের তলায় থেকেই যাদের 
পায়ে বেড়ি ,পেটে গামছা বেঁধে যারা প্রভুর জন্য 
যুদ্ধে নামে মাঠে,তারা চিরটাকাল তেমনিই থাকে ।
    তাদের  অবস্থানেরক কোনো পরিবর্তন হয় না ।

এই যে পুতুল-পুতুল খেলা ওইসব ভুখা মানুষদের নিয়ে 
সেনাপতির নির্দেশে প্রাণপাত, আহা, শুধু দু' মুঠো ভাতের আশায় !
তাই সব যুদ্ধেই তারাই গিনিপিগ, তারাই বলির পাঁঠা! 
ঘরে হাহাকার, দারিদ্রের আলো-আঁধারি। বিভাজিত 
শ্রমজীবীদের লড়াইয়ের মহড়া ।

হে প্রভু, কোথায় সেই 'সম্ভবামি যুগে-যুগে'-র আস্ফালন! 
মরছে তো ওই পেটের-দায়ে মাঠে-নামা গোবেচারারাই!
ইতিহাস স্তব্ধ হয় না । স্তব্ধ হতে জানে না । শ্রমিক-মেহনতি 
মানুষকেই ডিভিডেন্ড করে কালের নিয়মেই এগিয়ে যায় ।
তার এই গতি রোধ করা স্বয়ং ঈশ্বরেরও সাধ্যের অতীত ।
    প্রয়োজনে তিনিও পাল্টে যাবেন।
       ********************






















অমিয়কুমার সেনগুপ্ত, 
হুচুকপাড়া বাই লেন , পুরুলিয়া 723101.


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক