Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

মনোজিত দত্তর অণুগল্প ও কবিতা

এর পরও ...                  (অনুগল্প)



আজ সারাদিন রুজি-রুজগার খুব খারাপ। সেই সকাল থেকে দোকান খুলে বসে আছে।
শুধু দু-জনের দাড়ি কামিয়ে কুড়ি টাকা ড্রয়ারে ঢুকেছে। এই যা ...। এদিকে আজ
সকালেই বৌ-বাচ্চা বলে দিয়েছে - সন্ধ্যায় আনন্দমেলায় বেড়াতে যাবে। দুপুরে
আশপাশের সবাই দোকান বন্ধ করার পরেও রামবিলাস তার সেলুন খুলে বসে আছে ...
যদি কেঊ আসে।


অবশেষে বেলা তিনটায় প্রায় খালিহাতেই যখন দরজায় তালা দিতে যাবে ... এমনি
সময় বাজারের একজন বড় মহাজন এলেন। খুব যত্ন-আত্মি করে রামবিলাস মহাজনের
চুল-দাড়ি কেটে একটানা অনেকক্ষণ ঘাড়-মাথা-শরীর ম্যাসেজ করে দেয়। এই মহাজন
এই সেলুনে এই প্রথম। রামবিলাস সাধ্যমতো চেষ্টা করেছে - মহাজনের মন ভরিয়ে
দিতে ...। যাবার সময় মহাজন বলে গেলেন - সন্ধ্যায় তার গদী থেকে টাকা নিয়ে
আসতে।


সন্ধ্যায় রামবিলাস খুশী খুশী মনে মহাজনের গদীতে গেলে মহাজন পনের টাকা বের
করে দেন। রামবিলাসেরতো চোখ ছানাবড়া। ... একি বাবু! এই কাজেতো অন্যরা
কমপক্ষে আশি টাকা দেবে!
মহাজন তাচ্ছিল্যে বল্‌লেন - ধর্‌ ধর্‌ এ...ই বেশী। অনেক পীড়াপিড়িতেও যখন
মহাজন এক টাকাও বাড়াতে রাজী নন, রামবিলাস বল্‌লে ... বাবু আপনি এই পনের
টাকা রেখে দিন, আমাকে দুটো ধুপকাঠি দিন ...


মহাজনতো অবাক! ... কেন?
বাবু, আমার ... আমার বৌ-এর ... আমার বাচ্চার হাপিত্যেশ ... দীর্ঘশ্বাস
... অভিমানে ... আপনার যাতে কোন ক্ষতি না হয়, সন্ধ্যায় এই ধুপকাঠি দুটি
জ্বালিয়ে সন্ধ্যাবাতি দেব। তাই ...
==========০০০০=========



সুখ-স্বপ্নের গল্প                  (কবিতা)

.................................


যদি -
সব সত্য আছড়ে পড়ে একদিন
ঘর-কোণের স্যাঁতসেতে সত্য
স্বপ্ন চুইয়ে আসা রক্তাক্ত সত্য
রক্ত জল করা নির্জলা সত্য
নারীর আঁচল নিংড়ানো সত্য
পুরুষ-চোখের সত্য
ধাতব সভ্যতার সত্য ...

সেদিন – সুনামী
জলস্রোত সমুদ্র ভাঙবে
সেদিন –টর্নেডো
অট্টহাসি অট্টালিকা ভাঙবে
সেদিন – তাপপ্রবাহ
পারদ থার্মোমিটার ভাঙবে
সেদিন – ভূমিকম্প
মাটি রিকটার স্কেল ভাঙবে

বরং সে-ই ভালো
সূর্যাস্তের গল্পটাই ভালো
সত্য খুঁজতে গেলে
পৃথিবীকে সূর্যাস্তের দায় নিতে হবে
বরং সব ছেড়ে চলো - মুড়িচানাচুর খাই
প্যায়ারসে 'হিন্দুস্থা হামারা' গান গাই।

চলো - একটা কাজ করি - বড় কাজ
সর্বশিক্ষায় যারা অ আ ক খ শিখলো
তাদেরকে অন্তঃত সযত্নে সংযুক্তাক্ষরে
'স্বাধীনতা' বানানটা শিখিয়ে যাই ।

আমার মুড়িমাসি শীতের নক্সীকাঁথায়
'স্বাধীনতা' সেলাই করবে তেরঙা সুতোয়
ঘরে নাতি-নাতনি দুজন
ছেলের ঘরে ঝুলছে ... হাম দো - হামারা দো
তবুও ছেলে মনে করে -
ফোকলা দাঁতে এরাও জনবিস্ফোরণ
তবে পাড়ার দাদা বলেছে -
তোর মেয়েটা বড় হলে কল্পনা চাওলা হবে

প্রচন্ড শীতে বাঁশের মাচায়
ওরা দু'জন দলা পাকাতে পাকাতে টানাটানি করে
মুড়িমাসির নক্সীকাঁথার স্বাধীনতা
পাশে দাঁড়িয়ে মুড়িমাসি মুচকি হাসে

বরং সে-ই ভালো
স্বাধীনতার গল্পটাই ভালো
তোলা থাক মুড়িমাসির মিষ্টি-মুচকি হাসি
সত্য খুঁজতে গেলে
সেও বিলীন হবে স্বাধীনতার গায়ে

সেই ভালো - বরং সে-ই ভালো
সূর্যের গায়ে পৃথিবীর গল্প
নক্সীকাঁথায় স্বাধীনতার গল্প
কল্পনা চাওলার নামে নারীর অগ্রগতির গল্প

আর, চাঁদের গায়ে -
আমাদের সব সুখ-স্বপ্নের গল্প।
========০০০=========















মনোজিত দত্ত, খোয়াই, ত্রিপুরা।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক