চলমান সময়ের ভাষ্য
মন ভালো নেই একেবারেই-- কী লিখব বন্ধু! সময় রচনা করে চলেছে এক অন্ধকারের কঠিন গদ্য।পাখি ডাকছে মনের খুশিতে, বাড়ির ছোট জুঁই গাছটা ফুলে ভরে উঠছে, তার মিষ্টি সুবাস আর অমল হাসি ছড়িয়ে দিচ্ছে আমাদের মাঝে। তবু কেন আগের মত খুশিযাল হয়ে উঠতে পারছি না, কেবলই মনে হচ্ছে --- " অদ্ভূত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ--- কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এ অন্ধকার। বিশ্ব জুড়ে চলেছে মৃত্যুর মিছিল -- মানুষের এত দিনের অহঙ্কার, আস্ফালন আজ ধুলোয় মিশে যাচ্ছে এক অদৃশ্য, ক্ষুদ্র ভাইরাসের অমিত শক্তির কাছে। লড়াই সবে শুরু হয়েছে--অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই-- ডারউইনের সেই বিখ্যাত মতবাদ --প্রাকৃতিক নির্বাচন আর যোগ্যতমের উদবর্তন। প্রকৃতিই ঠিক করে দেবে আমরা থাকব কি না, থাকলে তবেই না যোগ্যতম! করোনা ভাইরাস আর তার হানায় কোভিড 19 রোগে মানব সভ্যতা আজ দিশেহারা-- আমেরিকা, চীন, ইতালি, স্পেন, ফ্রান্স আজ অসহায়। আমাদের দেশও এই অতিমারির সম্মুখিন, সারা দেশের সাথে আমাদের দেশেও চলছে লকডাউন, সীমিত সামর্থ্য নিয়ে আমরা লড়াই চালাচ্ছি, মন্দিরে বাজছে না পুজোর ঘন্টা, বন্ধ গির্জার প্রার্থনা , মসজিদের আজান। কেবল অতন্দ্র, নিরলস বিজ্ঞানী,চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী থেকে সকল সামাজিক কর্মীরা, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী করজোড়ে অনুরোধ করছেন-- আপনারা ঘরে থাকুন, নিজের ও পরিবার তথা সমাজের বিপদ ডেকে আনবেন না, লকডাউন মেনে চলুন। যে সব বাড়ির ছোট ছেলেমেয়েদের বাবা বা মা বাইরে থাকে তারা লক ডাউনে বাবা মাকে একসাথে পেয়ে বেজায় খুশি হয়েছিল,কিন্তু সময়ের সাথে সাথে তারাও হাঁফিয়ে উঠছে।বিভিন্ন পেশায় নিযুক্ত অস্থায়ী,বেসরকারি, ঠিকে কর্মীরা আজ দিশেহারা, বয়স্করা অনেকেই মানসিক অবসাদে ভুগছেন।অনেকের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন ঘর ছাড়া। অনেকে দেশের বাইরে অনেকে আবার দেশের মাঝেই, উদ্বেগ আর উৎকণ্ঠার মাঝে আমাদের দেশেও সংক্রমণ বাড়ছে হু হু করে।প্রতিটা দিন, প্রতিটা প্রহর ,প্রতি মুহুর্ত আতঙ্কের বাতাবরন, সমাজিক দূরত্ব বজায় রাখতে ঘরে বাইরে হচ্ছি অমানবিক।আর এক শ্রেণীর নির্বোধ অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়,চায়ের দোকান গরম করছে
বিশেষজ্ঞ ভাষণে।কোনোরকম বিধি নিষেধ না মেনেই।পুলিশ পেরে উঠছে না। এক ব্ড় প্রশ্ন চিহ্নের মাঝে দাঁড়িয়ে আমাদের অস্তিত্ব। জানলা দিয়ে তাকিয়ে দেখি আকাশ নির্মল। পাখিরা নি: শঙ্ক, নীল দিগণ্তে লেগেছে ফুলের আগুন, বাতাসে ভেসে আসছে কোকিলের কুহু রব। এত সুন্দর এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, এই অসময়ে,বিনা লড়াইয়ে! তা ত হতে পারে না। তাই আমরা আগাম লিখে রাখি মানবতার গান,রচনা করি আগামীর মন্ত্র আর কবির সুরে
গেয়ে উঠি-- আমরা করব জয়,আমরা করব জয় নিশ্চয়--
===========================
সুব্রত দেব,মোল্লা হাজি বাগান,চন্দননগর,
হুগলি ,712136