কবিতা -- সোমা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- সোমা মজুমদার


Image may contain: 1 person, outdoor

 

যদি আবার বেঁচে থাকি



বিচ্ছিন্ন আমি তোমার থেকে 
বিচ্ছিন্ন তুমি আমার থেকে।। 
এ বিচ্ছেদ আবার মিলনের গল্প রচনার তরে।। 
পৃথিবীর দীর্ঘশ্বাস আর অসহ্য আর্তনাদে খসে পড়ছে নক্ষত্র।। 
ক্ষুধার ভয়ে কাতর পাকস্থলী অদৃশ্য শত্রুর মোকাবেলায় হন্যে হয়ে খুঁজছে অস্ত্র।। 
আমি ঘুমহীন ক্লান্ত চোখে  এ মৃতের মিছিলে নব আনন্দে আবার বেঁচে ওঠার স্বপ্নে বিভোর।। 
অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে রত সৈনিক আমি।। 
এক আলোক উজ্জ্বল স্বপ্নময় পৃথিবী রচনার তরে এ যুদ্ধ।। 
যদি জয়ী হই এ যুদ্ধে 
যদি আবার বেঁচে থাকি 
তবে লিখবো কিছু ভালবাসার গল্প। 
যদি আবার বেঁচে থাকি 
তবে লিখবো, মৃত্যুর মিছিলের পরে বেঁচে ওঠা এক জীবনের গল্প। 
যদি আবার বেঁচে থাকি তবে লিখবো
ফুল ফুটার পরের এক ভারতের গল্প। 
যদি আবার বেঁচে থাকি তবে 
আবিস্কার করবো গুমোট অন্ধকারে 
আলোক উজ্জ্বল এক ভারত।। 
যদি এ যুদ্ধে জয়ী হই। 
যদি আবার বেঁচে থাকি।।           

===========

সোমা মজুমদার আসাম হাইলাকান্দি