কবিতাঃ গণেশ মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতাঃ গণেশ মাইতি





Lock down
Lock down town is quarantine ground
Awareness with scare world around.
মৃত্যু মিছিলে স্পেন, ইতালি, ইউকে, আমেরিকা
এর পর কারা করবে ভারি দল আছে কি কারো জানা?
কে জানে কে নেবে আগে প্রাণ খুদা না করোনা !
মেহেনতি মানুষের আজ ভিক্ষায় দিন গোনা।
শত শত মাইল পথ হাঁটে অটুট পরিযায়ি আশা
ভাত না যুটুক মৃত্যুটার পাশে যুটে যেন ভালোবাসা।
এখনত আর নয় কাটানোর সময় দোষারোপের পালায়
বরং সচেতনতায় সহযোগে দেখাও যুদ্ধক্ষেত্র সাজায়।
তাই ভাল যদি ভালবাস দূরত্ব আরো দূরত্ব রাখ বজায়
শত্রু যখন অদৃশ্য তখন শ্রেয় নিজেকে আড়াল রাখায়।
দিয়েছি চাবি দু-হাতে গড়া স্বপ্নের সভ্যতায়
নিজেকে করেছি বন্দি প্রীয় প্রাসাদ জেলখানায়।
নিস্তব্দ শহর আজ শুনশান ধর্মের দোকান
ধর্মের ষাঁড়েরা ফিরেছে গুহায় দেখে দেখে কবর-শশ্মান।
ঈশ্বর যদি মানতেই হয় বিশ্বাস রাখো মনে
ফার্স্টেড বক্সে না হয় অর্থরেখো দানে।
জ্ঞান ধর্ম জ্ঞান কর্ম জ্ঞানি বাঁচার আধার
পারলে এবার স্কুল গড় গড় কেন্দ্র চিকিৎসা পাবার।
এই যুদ্ধ শেষে মনেরেখো বেঁচে যাওয়া যোদ্ধারা
ভগবান তোমাদের ডাক্তার, নার্স, সাফাইওয়ালা।
দেখনা একবার ফিরে প্রকৃতির একটু কাছে
প্রকৃতির কোলে মাথা রেখে প্রকৃতির মাঝে মাঝে।
দাও চাহিদায় সীমা এবার দাও সকলকে বাঁচার অধিকার
সহাবস্থানেই পাবে সুখ স্থীতিশীল উন্নয়নি সমৃদ্ধির আধার।
এবারত জান এবারত মান প্রকৃতির সাথে আর নয় যুদ্ধ
প্রকৃতির সাথে সন্ধী হলে জীবন হবে মন মুগদ্ধ।
============


গণেশ মাইতি
বাশুলিয়া,পূর্বমেদিনীপুর
চলোভাষ-৮২৯৩১৪৪২৭৪