কবিতা -- সঞ্জয়কুমার দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- সঞ্জয়কুমার দাস





সাইরেন 



প্রেমের শহরে শ্মশানের নিস্তব্ধতা
সমাজ বিচ্ছিন্ন হতে হতে সংসর্গহীন
তাতেও নেই নিস্তার
সেঁধিয়ে যাও একাকীত্বের গভীরে
তৈরি করো একটা বলয়
মাতৃজঠরসম।
অনভিজ্ঞ পৃথিবী শোনায়নি যে কথা মহাকাশের নক্ষত্র পথে গ্যালিলি
ভ্যাটিকানেও জোয়ারে পড়েছে ভাটা
মানুষ যখন সময় ভ্রমণেও
পায়নি খুঁজে এমন মৃত্যুদশা
অতর্কিতে মানুষই দিয়েছে চেপে
নিষিদ্ধ বোতামখানি
শিরায়-শিরায় শিহরণ জেগে ওঠে
বিশ্বজুড়ে বাজে সাইরেন ধ্বনি।
অ-সামাজিক হও! হও অ-সামাজিক !