কৃষ্ণা দেবনাথের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কৃষ্ণা দেবনাথের কবিতা



|| পৌনঃপুনিক সভ্যতা ||



সময়টা ছিল বেশ, মানুষও নিজের মতো...
চারিদিকে হিংসা - রাজনীতির সংঘর্ষে
কিছুটা ছন্নছাড়া, কিছুটা খুবলে খাওয়ার লড়াই।
প্রকৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে
তড়তড়িয়ে বেড়ে উঠেছিল সভ্যতা,
নগর উন্নয়নে প্রযুক্তির আধুনিকতা।
মানুষ ভুলতে বসেছিল প্রকৃতিগত ইতিহাস
সাফল্য আর শ্রেষ্ঠত্ত্বের অলীক সিংহাসন ছুঁতে গিয়ে
মাড়িয়ে গিয়েছিল মনুষ্যত্বকেই...
তবুও ভালই চলছিল, ভালই ছিল পৃথিবী।

দেশে দেশে উপচে পড়া খবর
জমকালো পাতায়, জমকালো নাট্যমঞ্চে...
আড়ালে থেকে যায় শুধু ক্ষুধার্ত-অবহেলিত ফুটপাত।
ধর্ষিতা শিশুর শ্বাসরোধ হয়ে আসা খবরে
দাউ-দাউ করে জ্বলে ওঠে আগুন...
তারপর!! হঠাৎ দপ্ করে নিভে যায় একদিন
তেজ ধোঁয়া হয়ে মিশে যায় দিগন্তে।
পৃথিবীর জঠরে মিশে আছে এমন কত আগুন
খোঁজ মেলেনা, পোঁড়া গন্ধে বমি হয়না সভ্য সমাজের।

তবুও এতকাল রুদ্ধ হয়নি পৃথিবীর গতিমাত্রা
দিন রাত্রি চলেছে নিয়ম মাফিক।
অথচ আজ হঠাৎ স্তব্ধ সময় মহামারীর কারাগারে বন্দি,
বিভাজিত হয় শ্রেষ্ঠ জীবের মনেও ভয়!!
হয়তো দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রকৃতি-
সবটা ধ্বংস হওয়ার আগেই ঘুরে দাঁড়াতে চায়...
আমরা প্রকৃতিকে ছুঁড়তে গিয়ে অজান্তেই
কখন যেন কবর খুঁড়েছি নিজেদের।
লড়াই নয়। এখন সংযত হওয়ার দিন
সৃষ্টি-স্থিতি তো প্রকৃতিরই অধীন...
অতএব, এই সময় আরও একবার
ঔদ্ধত্যের বিসর্জনে সুনামি আসুক মানবিক চেতনার।


                         .....................................


কৃষ্ণা দেবনাথ
উদয়পুর,
পোষ্ট অফিস: কর্ণজোড়া
রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
পিন নং: 733130