কবিতা : মৌসুমী ভৌমিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : মৌসুমী ভৌমিক


 

 

 

 

 

 

 

 

 

 করোনা বুলেট

****************

নিস্তব্ধ পথঘাট
যে যার ঘরে লক্ষণরেখা কেটে বসে রয়েছেন
করোনা মরণ বিভীষিকার রক্তে সুর তুলছে
ভীত সন্ত্রস্ত সাড়ে সাতশ কোটি মানুষ অজানা আঁধারের যাত্রী
মন্দিরে বাজে না তো শাঁখ
মসজিদে বন্ধ নমাজ
গীর্জায় নেই কোনো মাতা মেরির সন্তান 
ব্যস্ত পাহাড়তলি এখন যেন নির্জন দ্বীপ
এতকিছু উৎকণ্ঠা, ঘরবন্দির মধ্যে কিছু ভাললাগাও
চারিদিকে যেন অমল বাতাস
নিকোনো উঠোনে আমার নিজস্ব সময়
ছুটতে ছুটতে ক্লান্ত 'আমি'র সঙ্গে আমার
এখন একান্ত কথোপকথন 
সন্তানের সঙ্গে দুদণ্ড খুনসুটির মুহূর্ত 
অনন্ত সময় জুড়ে ভাবনা গোছানোর বিন্যাস -
ব্যাকগ্রাউণ্ডে করোনার পারমাণবিক বোমার প্রস্তুতি
আগামীতে কে কে থাকব
কেউ আদৌ থাকব কিনা
জানি না 
করোনা বুলেটের শটশট শব্দে নিস্তব্ধ হয়েছে কত দেশ
লাশেদের স্তুপ স্পেনে ও চীনে
ইতালিতে মৃত্যুর তাণ্ডব 
প্রিয়জনকে বাঁচাতে না পেরে শহরের রাস্তায়
টাকা ছুঁড়ে ফেলছে জনগণ 
শহরে শহরে মৃত্যুমিছিল

হয়ত নতুন সভ্যতায় যেতে হবে বেঁচে যাওয়া প্রজন্মকে....... 

=======================

Mousumi Bhowmik 
Gangtok, Sikkim