কবিতা -- গার্গী ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- গার্গী ভট্টাচার্য্য






দেশজুড়ে লকডাউন



চাইছে হিসাব কালের খাতা,
ধার রয়েছে কত?
মূল্য চোকাও সুদেমূলে
চিরকালের মতো।
মাথায় থাকুক ঋনের বোঝা,
কিংবা থাকুক ক্রাউন,
ধনী,গরীব বন্দী থাকো
দেশ জুড়ে লকডাউন।

এইক'টা দিন রেষারেষি
নাহয় ভুলে যাও,
ঘরের কোণে আটকে থেকে
জীবনটা বাঁচাও।
সুস্থ রাখো গ্রামগুলোকে
সুস্থ রাখো টাউন,
বাঁচো,বাঁচাও সফল করো
দেশ জুড়ে লকডাউন।

এক্সপ্লোরেশন করবে করো
ঘরের ভিতর থেকে,
দেখবে কতো হিডেন ট্যালেন্ট
ধুলোয় আছে ঢেকে।
স্মৃতি যতো মনের পাতায়,
ঝাপসা এবং ব্রাউন,
সজীব করো একলা ঘরে,
দেশজুড়ে লকডাউন।

সঙ্গে থাকো পরিবারের
সময় কাটাও ঘরে,
সম্পর্ককে উষ্ণ রাখো
এখন অবসরে।
অভিযোগের গলবে বরফ
রাগ হবে কুলডাউন,
এইতো সময় ঘরে থাকার
দেশজুড়ে লকডাউন।

==============

গার্গী ভট্টাচার্য্য
সুকান্ত নগর
মিলন পল্লী
সোনারপুর
কোলকাতা-- ৭০০১৫০