কবিতা : জবা সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : জবা সরকার


 

 

 

 

 

 

করোনা


মহামানব করোনার তান্ডবে
পুরো বিশ্ব আজ কম্পমান,
মৃতদেহের স্তুপে স্তুপীকৃত হায়
ইতালি,জার্মানি,চীন,জাপান।
সাধারণ সর্দি,কাশি,জ্বর
আজ হয়ে উঠেছে ভয়াবহ,
মৃত্যুর ভয়ে বাতাসে আজ
শ্বাস নেওয়াও দুর্বিষহ।
স্কুল,কলেজের চৌকাঠ বন্ধ
বন্ধ অফিস,আদালত
লক ডাউনের চাপে পড়ে
ধুকছে আজ সমগ্ৰ ভারত।
WHO এর ঘোষণায়
বিশ্ব আজ স্তব্ধ,
করোনা একবিংশ শতকেও
বিজ্ঞানকে করেছে জব্দ।

============

জবা সরকার
(ওদলাবাড়ি,জালপাইগুড়ি)