কবিতা : উৎস ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : উৎস ভট্টাচার্য



 
              সভ্যতার অপমৃত্যু



      সভ্যতা দম্ভে মদোমত্ত জীবশ্রেষ্ঠ জাতি৷
     প্রকৃতিরোষে চূর্ণ সবই, সব কিছুই মাটি!
    নির্লজ্জ আগ্রাসী লোভে অপরিণামদর্শিতা৷
   ফুরাচ্ছে সব প্রাণপ্রাচুর্য্য—প্রকৃতি মা যে ধর্ষিতা!
   রক্ষ্মাকবচ হচ্ছে ধ্বংস, কাঁপছে জ্বরে ধরা!
   দীর্ঘস্হায়ী উন্নয়ন এভাবে যায় না গড়া৷
  পৃথিবী শুধু মানুষের নয়, সকল জীবের জন্য৷
   বাঁচা যাবে না একা একা ধ্বংস করে অরণ্য!
                        
                              
    স্বজাতি-দ্বেষের বিষবাষ্পে  জগৎ আজ ক্লিষ্ট৷
   এগিয়ে আসছে বদলা নিতে ভয়ঙ্কর অদৃষ্ট!
   মানবাত্মার সারাদেহে বিষাক্ত সব ক্ষত!
    সর্বভূতে ঈশ্বর,  তাঁরও বেদনা অবিরত৷
    অর্থ ধর্ম ভেদাভেদে ঘুণ ধরা এই সমাজে
   স্মরণাতীত কালের স্মৃতি, কত অবিচার জমা যে!
   বিচ্ছিন্নতার রক্তক্ষয়ী নানা রকম সাজ—
   মানব জনম ব্যর্থ করে পৈশাচিক নাচ!
  মানবতা আজ হারিয়ে গেছে আত্মঘাতী 'সভ্যতায়'৷
  নিজেকেই সে করতে গ্রাস, নিজের পিছে নিজেই ধায়!
   আণবিক মারণাস্ত্র সহ জীবাণুর ষড়যন্ত্র,
   বিশ্ববাজার দখল নেওয়ার সর্বনাশী মন্ত্র!
   বিশ্বক্ষয়ের সন্ধিক্ষণে 'মানুষ' ভীষণ ত্রাসে৷
    রক্ত মেখে ধর্ষকামী 'সভ্যতা' আজ হাসে!

================

নাম — উৎস ভট্টাচার্য   ঠিকানা — ১৬/৫৮৭ ৩নং ফিঙ্গাপাড়া(অরুণাচল),জেলা— উত্তর চব্বিশ পরগণা,কাঁকিনাড়া, পশ্চিমবঙ্গ, পিন নং— ৭৪৩১২৯; চলভাষ নম্বর/Whatzapp নম্বর—৯৫৯১০১৩৭৩৮;
 mail: utsobhattacharyya@gmail.com