কবিতা -- সৌভিক রাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- সৌভিক রাজ





মহামারীর শেষে



বিশ্ব জুড়ে ভাইরাস তার ছড়িয়েছে মারণ জাল,
ধ্বংসলীলাই মেতেছে আজ, নিশ্চুপ মহাকাল।
চারিদিকে তার হত্যালীলা চলছে অবিরত,
শোকের শহরে আমার প্রেম নিশ্চুপ আর আহত।
যদিও আমার প্রেমের শহরে ছিল বসন্তের আলো,
মৃত্যু মিছিলে আজ সে বসন্ত গভীর ক্ষত আর কালো।
বিশ্বজুড়ে হাহাকার আর আর্ত কলরবে,
দেশমাতাকে ডাকতে থাকি প্রানের আর্তরবে।
সেই বসন্ত আমার কাছে যন্ত্রণা আর ক্ষেদ,
যে বসন্ত তোমার আমার আনল বিচ্ছেদ।
তখনও তুমি আমার কাছে হাতের পরে হাত,
ছেড়ে না যাওয়ার সংকল্পে হৃদয় প্রনিপাত।
আচমকা সব বন্ধ হল ভাঙল সুখের খেলা,
শহর জুড়ে স্তব্ধতা আর থমকে যাওয়ার পালা।
বন্দী এখন ঘরের কোনে যে যার নিজের মতো,
কথা ছিল দেখা হবে, বিপদ আসুক যতো।
মান অভিমান বন্ধ এখন চিলেকোঠার ঘরে,
সুখ-স্মৃতিতেই আটকে আছি তোমার আমার পরে।
ব্যবধান আজ অনেক খানি  তোমার আমার মাঝে,
তবুও প্রেম আগের মতোই সুখ স্মৃতিকেই খোঁজে।
জানি আবার দেখা হবে মহামারীর শেষে,
যেখানে তোমার আমার ভালবাসা এক আকাশেই মেশে।
হাতের পরে হাত টি রেখে হবে অভিমানের গল্প,
শত বিপদের মাঝেও থাকবে ভালবাসা অল্প।
যেদিন সকল যন্ত্রণার মুক্তি আসবে ঘুচবে সকল ক্লেশ,
সেদিন সৃষ্টি সুখের উল্লাসে মাতবে গোটা দেশ।
শোকের শহরে নতুন করে গড়ব অনেক আশা,
তোমার আমার মিলন সুখে আনব ভালোবাসা।


                      == সমাপ্ত == 

Souvik raj ( Asst. Prof) 
C/O -Dhananjay raj.  Town hall para.             
P. O - burdwan. Dist - burdwan(east) 
Pin code-713101. West Bengal.