Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতাগুচ্ছ : সবর্ণা চট্টোপাধ্যায়


 

 

 

 

 

 

 

 

 

 

 ১.


লকডাউনের ডায়রী থেকে ১





বন্দী ঘরে আটকে আসে দম
রাস্তাঘাটে মানুষ বেশ কম
জানলা ধারে আকাশ খুলে রাখি
বালিশ বুকে আঁকড়ে ধরে থাকি

ভয়ে কেমন গুটিয়ে আছে মন
ভাল্লাগেনা দেখতে আর ফোন
বইয়ের পাতায় ডুবছে দুটো চোখ
ডুবতে ডুবতে আড়াল করি শোক

হঠাৎ ভালো লাগছে দুপুর রোদ
মায়ের কাছে গল্প শোনার পালা
তখন ঘুম ছিল না যেমন চোখে
সময় আজ ফিরিয়েছে সেই বেলা

দৌড়ে ঘর মাতাচ্ছে শৈশব
চারিদিকেই গমগমে সব রব
একলা নই ঘরের মাঝে আর
সবাই মিলে দেখছি সমাচার

হারিয়ে যাওয়া সেই মশলা মুড়ি
জামবাটিতে একটু আমতেল
সন্ধে হলেই মায়ের হাতে ধুনো
অসময়েই খাচ্ছি কৎবেল

নেইকো দিন নেইকো রাতের ডর
স্মৃতিগুলো পাতার মতো ঝরে
বাঁশবনে ওই চাঁদটি ওঠে যখন
কাজলা দিদির শোলক মনে পড়ে!

মায়ের গলা দশটি পাড়া শোনে
ঘুম আসে না দস্যি নরম চোখে
হাত পাখাতে গরম লাগে ভীষন
অন্ধকারে জাপটে ধরি মাকে।

এখন আবার পড়ছে মনে কথা
বদলে গেছে যদিও সব কিছু
বন্দী ঘরে আমরা এখন একা
সময়গুলো আসছে পিছু পিছু

তোমার কিছু দেওয়ার ছিল যেন
আমার কিছু বলার আছে জানি
জানলা ধারে আকাশ খোলা রাখি
আমরাও তো ঘর বাঁধতে জানি!


২.


লকডাউনের ডায়রী থেকে ২







মনকেমনের বারান্দা ঘিরে কিচমিচ করে গেল দুটো শালিখ।
কখনো দেখিনি এত খুশির মেজাজ। যেন সদ্য স্নানসিক্ত নবদম্পতি। 
হাঁ করে তাকিয়ে ছিলাম পাঁচমিনিট। শুনেছিলাম কত গল্প।
ঝুরঝুরে সংসার, খড়কুটো দিন। রোগপালাহীন মখমলে আকাশ। মনে পড়ছিল কিভাবে আমরাও একদিন চেয়েছিলাম এমনই মসৃন সঞ্চয়। 

মুখে রোদ এসে লাগল। 
ফর্সা হয়ে গেছি বেশ গত কয়েকদিনে।
ছোঁয়াছুঁয়িহীন দুজনের সংসার। সমাজ থেকে বহুদূর, বহুদিন। জ্বরজ্বর ভাব নেই। ক্রমশ ছড়াচ্ছে আতঙ্কের রঙ । চেনা মুখগুলো আড়ালে চলে গেছে বহুদিন, প্রয়োজনে যেভাবে বেড়িয়ে পড়ে সমস্ত মুখোশ!    

সারাদিন বন্ধ ঘরে টুকিটাকি। তেলহলুদ, ঝুলকালির পর কত জমা ধুলো। কাচের ফাঁকে বিন্দু বিন্দু জমে থাকা নিঃশ্বাস। তোমার ঘেমো জামা, দেয়ালের হুকে ঝোলানো পাঞ্জাবি। কতদিন দেখিনি এমন করে। খুঁজে খুঁজে বের করিনি কাচব বলে। 

জমা জল সরে যাচ্ছে ক্রমশ। কাদা বালি পড়ে আছে মেঝের ওপর। দুজনে হাত লাগিয়েছি। ফুটন্ত ভাতের গন্ধে ভাসছে সারা ঘর।

বারান্দা জুড়ে তখন পাখিদের কলবর। শালিখের কিচিমিচ মাখা নতুন সকাল। বড়ো আহ্লাদে ভরা, সদ্য স্নানসিক্ত নব দম্পতি যখন গুছিয়ে নিচ্ছে আবার একটা ঘর!


৩.


লকডাউনের ডায়রী থেকে ৬





ব্যাগটা কিনেছিলাম ভীষন শখে 
আলমারির হাতলে আজ ঝুলে আছে 
শরীরে খিদের আগুন
শুকনো ত্রস্ত জিভ আর
ফ্যাকাশে দুর্বোধ্য দুই চোখ। 

কিছুই বলার নেই
এরকম কতকি তো টুকিটাকি, 
হিসাবের বাইরে পড়েছে আজ।
প্রয়োজন বলতে শুধু চাল ডাল আর একটু প্রোটিন।

কতকি তো আজ অসংগঠিত
যেমন সহস্র শ্রমিক
বুকের ভেতর সন্ধ্যা পাখির ডাক!

যত চালাকই হোই
পৃথিবীর কিচ্ছু এসে যায় না তাতে।
দু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আজ,
আমরা আসলে,
অন্ধ টানেলের ভেতর দৌড়ে মরা সেই ইঁদুর
যারা নিরাপদ ভাবছি নিজেদের, 
অথচ জানিনা পৃথিবী কাতরাচ্ছে মৃত্যুযন্ত্রণায় !   

============================

Sabarna Chatterjee
W/o-Hitangshu Sekhar Das
Mukherjee Apartment-I
Flat No.-3D
2nd Floor
Shalbagan
P.O-Noapara
P.S.-Barasat
Kol-700125
(Near Noapara Primary School)



জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত