কবিতা : নির্মল কুমার সিংহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : নির্মল কুমার সিংহ



 আমরা করব জয়

               

করোনার তরে সারা দেশ জুড়ে চলছে তালাবন্দী।
দেশবাসী সবে অসহায়ভাবে রয়েছে ঘরবন্দী।।
ভিন দেশ হতে মৃত্যুদূত এসে প্রবেশিল দেশ মাঝে।
ভীত দেশবাসী মুখে নাই হাসি দিবস রজনী সাঁঝে।।
কর্মকুশল, কর্মপাগল কর্মবিমুখ হয়ে।
পরিবার সাথে বিশ্রাম লভিছে আপন আপন গৃহে।।
সংক্রমণ এড়াতে সংস্রব দূরিতে অনুরোধ বারবার।
করোনার সাথে যুদ্ধে জিতিতে ঘরবন্দী হাতিয়ার।।
করোনা জিনিতে নির্ভীক চিতে মোকাবিলা কর তার।
নাই কোনো ভয় জয় নিশ্চয় দৃঢ় হোক অঙ্গীকার।।
আক্রান্তের সাথে কভু না মিলিতে নিজগৃহে কর বাস।
সুস্থ থাকিবে আনন্দ লভিবে রবে নাকো আর ত্রাস।।

=============

 ~ নির্মল কুমার সিংহ
   দেওয়ানগঞ্জ, হুগলী