কবিতা -- সবিতা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- সবিতা বিশ্বাস

 

 

 নববর্ষের অপেক্ষায়

নববর্ষের অপেক্ষায় প্রহর গুনছে বসন্ত 
তাকে স্বাগত জানাতে সেজে উঠছে নবীন পত্র পল্লবে 
এবার কি বসন্ত একটু বেশি সাজুগুজু করেছে ?
গাছের পাতারা গাঢ় সবুজ 
টগর গন্ধরাজ বেলির মুখে মালিন্য নেই একফোঁটা 
রঙ্গনের গালে লালের আভা ফুটে না উঠতেই 
অকারণে উঠছে হেসে 
আম জাম লিচুর গুটিগুলো নিশ্চিন্ত মনে 
দোল খাচ্ছে ডালের দোলনায় 
মাঝরাতে মানুষের ঘুম ভাঙিয়ে 
কোকিল গাইছে কুহু—কুহু—কুহু—
প্রকৃতির রাজ্যে উপছে পড়ছে খুশি 
সেই খুশির শরিক ওরাও
যাদের দূর ছেঁই করে সবাই 
পাকা রাস্তা, মেঠো পথ শাসন করছে কুকুর বিড়াল 
জলকেলিতে মেতেছে ডলফিন শুশুক কুমীর কচ্ছপ 
ওদের রাজ্যে মানুষের প্রবেশ নিষেধ | অদৃশ্য নোটিশ ঝুলছে |
পাশার দান উলটে দিয়েছে 'কোভিড নাইনটিন'
মানুষের শাস্তিবিধানে সে কঠোর এবং করুণাহীন 

বসন্ত তাই উড়িয়ে আঁচল খোঁপায় পরেছে ফুল
দুই কানে তার দুলছে দোদুল কনক চাঁপার দুল
হার পরেছে দোলন চাঁপার নয়নতারার টিপ
আকাশ জুড়ে জ্বলছে দেখি লক্ষ তারার দীপ |
---------------


সবিতা বিশ্বাস 
প্রযত্নে – লন্কেশ্বর বিশ্বাস
গ্রাম + পোস্ট – মাজদিয়া (বিশ্বাসপাড়া)
(শুভক্ষণ লজের পাশে )
জেলা-নদীয়া পিন-৭৪১৫০৭
ফোন-৮৯০০৭৩৯৭৮৮
ভারত
ই মেইল- sraybiswas@gmail.com