ছড়া: সুমন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

ছড়া: সুমন নস্কর





শত্রু


শত্রু খানা বড্ড ছোটো যায় না দেখা চোখে,
প্রাণ ভয়ে তাই বুক কাঁপে রোজ আতঙ্কিত লোকে।
যুদ্ধ এখন বিশ্ব জুড়ে প্রাণ বাঁচানোর তরে,
লড়াই মানুষ করছে সদাই বন্দি হয়ে ঘরে।

শত্রু খানা দাপিয়ে বেড়ায় মাড়িয়ে বেড়ায় লাশে,
মানুষ মেরে বিশ্ব জুড়ে অট্টহাসি হাসে।
হচ্ছে মানুষ দিশেহারা বার্তা ভীষণ পেয়ে,
করুন দশা, দিন কাটে যার দিন আনে দিন খেয়ে।

লড়ছে বা কেউ শত্রু সাথে লড়ছে বা কেউ ঘরে,
কি হবে তাই আতঙ্কে আজ বুকটা কেমন করে।
এই কালো মেঘ কেটে গিয়ে আসবে সুদিন কবে?
আশাবাদি আমরা সবাই শত্রু বিনাষ হবে। 

----------------------------

সুমন নস্কর।।বনসুন্দরিয়া।।দক্ষিন ২৪পরগনা