কবিতা -- সমীর কুমার বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- সমীর কুমার বন্দ্যোপাধ্যায়





ঝড়



প্রকৃতি আবার বদলাচ্ছে
সাদা চোখে দেখা যাচ্ছে
বাতাসের দূষণ নেমে আসছে
পাখির কূজন শোনা যাচ্ছে
রূপান্তরের এই খেলায়
কত প্রাণ গেল হেলায় হেলায়
করছি কত পাপের প্রায়শ্চিত্ত
এবার যদি হই শুদ্ধচিত্ত
পুরানো দিন পুরানো মন
কি জানি আর থাকবে কতক্ষণ
গৃহবন্দী একঘেয়ে জীবন
আন্তর্জালে বাঁধবো কতক্ষণ
পৃথিবী এখন দীপপুঞ্জ
বিশ্বের বুকে মেঘপুঞ্জ
অসহায় দেখ রাষ্ট্রপুঞ্জ
কেমনে আবার সাজাবো কুঞ্জ

কুরুক্ষেত্রের পর
কেমন উঠেছিল ঝড় ?

 

 

কবিতা না



উপরে চিকণ চাকন
ভিতরে খড়ের গাদন
মেকী সভ‍্যতার
এটাই উপহার
কিসের জ্ঞান
কিসের বিজ্ঞান
আসলে সভ‍্যতা
ভেঙে খানখান
কোথায় মানবতা
শুধুই সুযোগসন্ধান
মুনাফা লোলুপতা
শোষকের জান
কি আছে আমাদের
অতীত ছাড়া
কি হবে ভবিষ‍্যতের
বদ্ধ রয়েছে কারা
জামা খুললেই
দগদগে ঘা
ওষুধ তো নেই
তুই মরে যা
কি বকছি যা তা
এ তো কবিতা না।।

দীপান্তরে



লেখা হচ্ছে এক আজব রূপকথা
এখন শুধুই একা একা চুপকথা
আছি যেন কোন্ অচিনপুরে
শহর থেকে অনেক দূরে
বুঝি বসবাস অচেনা দীপান্তরে
এখানে কিছু দেখা মানা ঘুরে ঘুরে
জেগে আছে শুধু মুঠোফোন
করছে সজাগ সচেতন সারাক্ষণ
তবুও ক্লান্তি নামে উল্টোপাল্টা ছবি ও গানে
অশিক্ষিতপটুত্বের অমোঘ বাণে
আহত স্বপ্নগুলো ভেঙে চুড়মার
বাস্তবের প্রদীপের তলায় কত অন্ধকার।।

=====================

সমীর কুমার বন্দ্যোপাধ্যায়
৩৪ সৌদামিনী নগর, মোড়পুকুর
হুগলী ৭১২২৫০ (৯৯০৩৬৭৬১৮৩)