কবিতা : দেবীপ্রসাদ পাঁজা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : দেবীপ্রসাদ পাঁজা




 

 

 

 

 

 

সভ্যতার সিঁড়ি পেরিয়ে



কয়েকটা নির্লজ্জ শিক্ষিত ফসিল ছড়িয়ে ছিটিয়ে
পৃথিবীর এই গভীর জ্বরে,
জানে না সে কোন মমি থেকে এসেছে।
জ্যান্ত পিঁপড়েদের সাথে যুদ্ধে আঁচল ছিঁড়েছে,
একটা নির্লজ্জ বেড়াল এখনও ওত পেতে;
বিপন্নতাকে চাক্ষুষ দেখবে আজই।

দূর আকাশে উড়ছে নিষিদ্ধ স্নায়ু
ঈশ্বরের ভুমির প্রতি নুড়ি অপেক্ষায়,
মজে যাওয়া নদীর পলির গায়ে উন্মত্ত কাম।
গর্ভিণী হয়েছে প্রজননের দিন গুনে আগামীর ফসিল,
বেড়ালটাও হাজির পরজীবী কীট হয়ে।
সময়ের লন্ঠনের তেল ফুরিয়ে আসছে।,
অসহায় মমিরা মিলিয়ে যাচ্ছে রোগ শয্যায়।

মান্ধাতার অলিতে গলিতে কিসের যেন ধ্বনি,
সব দরজা বন্ধ হয়ে গেলো ;
জীর্ণ জার্নাল আজকের লাশকাটা ঘরের রিপোর্ট।
আঁতুড় ঘরে নতুন দলিল...
সিঁড়ি থেকে নামছে ছোট্ট ছোট্ট এলিয়েন।
সব নির্জনতার যবনিকা পাত,
কোলাহল শহর থেকে রাজপথ।
সভ্যতা কি আজ থেকে আবার রাত জাগবে?

=========