দুটি কবিতা : সম্পা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

দুটি কবিতা : সম্পা পাল

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

সময় কেটে যাবে

 

আমার বইয়ের বারান্দা ঘরে কোনো লকডাউন নেই
কোনো 'করোনা' আতঙ্কও নেই

এখানে এখনও অদ্ভুত আনন্দ
বেশ কিছু নতুন পাখি এসেছে পুরোনো শিমুল গাছটায়
আগে ওদের দেখিনি
এই পর্বে ওদের সাথে একটা পরিচয় হলো
হয়তো এরপর ওরা আর আসবে কিনা জানিনা
তবে মনে রাখবে

তুমিও আসতে পারো
একটা নিস্তব্ধ দুপুর সঙ্গে এনো
সময় কেটে যাবে
রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ পড়ে ........

 

কাঁচঘর



উপেক্ষিত সময় তবু নিখুঁত বর্ণনা
কারা রেখে গেছে ?
যদি একটু উঁকি দিয়ে দেখা যেত

কে যেন নিস্তব্ধতা লিখছে
বলছে চুপ করো
কঠিন সময়টুকু শুধু  পার হতে দাও
কোভিড 19 এর আতঙ্ক মন্দির, মসজিদ ,গীর্জায় পৌঁছে গেছে

শুধু কয়েকটা দিন কাঁচঘর থেকে নাহয় মাছেদের মতো করে পৃথিবীকে দেখে নেওয়া যাক .......

==================

সম্পা পাল , শিলিগুড়ি