Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতাগুচ্ছ : কুমারেশ তেওয়ারী





 

 

 

 

 

লকডাউন ৮


যেহেতু গরমকাল আগুনের পাশে বসে 
সেঁকে নেবো তাপ 
তার তো উপায় নেই কোনো
এখন রুদ্রবীণার তার
এমনই অশান্ত হয়ে আছে
আঙুলের ছোঁওয়ার আর, প্রয়োজন নেই
এমনিই বেজে চলে ঝনঝন করে

শীতকাল হলে তাপ নিতে নিতে 
কিছুটা সময় কেটে যেত
সরীসৃপ রক্তের ভেতরে জেগে উঠতো 
বিপুল প্রণয় আর সঞ্চালন কথা

এখন তো দেহ এমনই গরম হয়ে আছে 
মানুষের কাছে যেতে ভয় হয়
এখন নিঃশ্বাসে শুধু বিষের প্রণয়
কীজানি ভেতরে যদি গোপন লুকিয়ে তার বীজ 
কাছে গেলে যদি গলে যায় নারীটির ঠোঁট?
নিঃশ্বাসের বিষবাষ্প জমে ওঠে সন্তানের মুখে?
আপাতত স্তব্ধ আছি জটিল কুটিল এক
                                           মারণ অসুখে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

লকডাউন ৯ 


লঝঝড় চেয়ারে বসে নিজেকে দোলাতে চাইছি খুব
অথচ দুলছে না কিছুই, না শরীর না মনের পরাগ দোতারা

দুলবে কীভাবে! ছন্দ হারিয়ে ছেঁড়া ঠোঙা হয়ে আছি
স্টীলের কোমর জং লেগে হেজে-মজে গেছে 
শুধু এক শব্দহীন বিস্ফোরণ শরীরের শিরায় শিরায়

দূরে হনুমান মন্দিরে বাঁশের ডগায় কারা বেঁধেছে পতাকা
হাওয়া দিলে ওড়ে, উঁকি মারে 
সংকটমোচকের ভয়ার্ত মুখের ছবি পলায়নকাঙ্খি দুটি চোখ

হাওয়া থেমে গেলে ঝুলে পড়ে পতাকার মুখ 
যেন মাধ্যাকর্ষণ মেখে শুয়ে থাকতে চায় মাটির ভেতর

ছোটো ঘাসজমিতে একটি বাছুর 
মা-র থন থেকে চুষে খায় দুধ 
খরখরে জিভে মা তার শরীর থেকে চেটে তোলে পরজীবী 
তাদের অসুখ নেই কোনো

আনন্দ বৈখরি ভুলে সান্ধ্যভাষা মুখে এঁটে 
মানুষেরা শুধু, দম দেওয়া পুতুলের মতো 
নড়েচড়ে ঘরের ভেতর

পৃথিবীর সমস্ত অসুখ আজ কিনেছে মানুষ
সুষেণ বৈদ্যের মতো কে এমন আছে 
ভয়ের ভেতর থেকে বের করে আনে সব দিলখুশ
~~~~~~~~~~~~~~~~~~~~

লকডাউন ১০


অন্ধ ঘরে বসে আছি, অন্ধ গ্রাম, অন্ধ শহরে নগরে 
কেউ আজ চক্ষুষ্মান নেই, চোখের কোটরে অন্ধকার 
তবু কতো উৎসব ফোটে গ্লোবের ভেতরে
অস্ফুট গুঞ্জনধ্বনি জন্ম দেয় মহাবিস্ফোরণ 
যা ছিল শোকের গাথা স্তব্ধ হয় আহত লজ্জায়

অন্ধ মানুষেরা মেধা ও প্রতিভা নিয়ে 
মৃত্যুর অতল গর্ভে নেমে ব্যর্থ উল্লাসের বীজ পুঁতে আসে 
বীজ ফেটে অঙ্কুর বেরোলে তার প্রবল খিদের টানে 
খেয়ে ফেলবে মানুষের গন্ধ-রূপ-রস 
এসব মানুষ জানে তবু তারা জাদুপৃষ্ট 
কার্নিসে কার্নিসে আশ্চর্য সাজিয়ে রাখে 
নিজেদের আত্মহত্যা কত

অলীক আরোগ্য পাবে বলে 
ফানুসে ফানুসে ঢেকে দেয় আকাশের মুখ
অথচ ফানুস পুড়ে নেমে আসে মাটির উপর 
মৃত্যু পড়ে থাকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা জুঁই গাছটির পাশে

শূন্যতার নিষ্ফল ভেতরে এভাবে কি ওড়া যায়, হায় 
মানুষ এসবই জানে তবু 
মূর্খতার ভেতরে নেমে কত মূর্খ পুড়ে যায়

    

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত