কবিতা : সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : সুনন্দ মন্ডল





অসুখ

                     

পৃথিবীটা আজ বড় অসহায়
বড্ড অসুখের পারদ গায়ে মেখেছে।

এ ক্যানসার নয়, নয় জন্ডিস
ডায়ারিয়া বা আমাশয় নয়,
নয় মেনিনজাইটিস।

পৃথিবীর মনের অসুখ!
যার জন্য কোনো মেন্টাল হসপিট্যাল নেই
নেই ডাক্তার।

দমবন্ধ হয়ে আসা পৃথিবীর বুকে লেগে আছে
বিচ্ছেদের যন্ত্রনা, 
বিষাদময় ন্যাকামিপনা
আর অহংকারী সন্তানদের হিংসার বীজ।

নড়েচড়ে ওঠা নর-সন্তান 
দাম্ভিকতা পূর্ণ বিষবাষ্প গ্রহণ করেছে
তাতে অনিবার্য ধ্বংসের চিত্র ফুটে উঠেছে!

রোদ মাখা খালি গা
কিংবা উন্মুক্ত আচ্ছাদন
ভিটামিন ডি সংগ্রহ করছে পরিবেশ দূষণ বাঁচিয়ে!

রোগী হয়ে বেঁচে থাকা কঠিন পরিস্থিতিতে
একটি মায়ের মতোই কেঁপে ওঠে পৃথিবীটাও।
         ---------$---------

কাঠিয়া,মুরারই, বীরভূম
৭৩১২১৯
৮৬৩৭০৬৪০২৯