মুক্তভাবনা: মনীষা কর বাগচী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

মুক্তভাবনা: মনীষা কর বাগচী






বেঁচে থাকুক



অতি ক্ষুদ্র একটি ভাইরাস বুঝিয়ে দিল আমরা কত অসহায়। মানুষের হাতে কিছুই নেই। বিজ্ঞান কতকিছুই না আবিষ্কার করেছে কিন্তু প্রাণ ফিরিয়ে দিতে পারে না। আমরা জানি যেকোনো সময় আমাদের শ্বাস প্রশ্বাস থেমে যেতে পারে তবু... তবু আমরা কি-না করি। পয়সা কামানোর জন্য নিজের সুবিধার্থে কত না অন্যায় কাজ করি।

 চোখে মুখে মিথ্যে কথা বলি। দুধে সার্ফ মেশাই। তেলে বিষ মেশাই। নকল ওষুধ বানাই। সমস্ত রকম খাবারে ভেজাল মেশাই। মেয়ে পাচার করি। বাচ্চাদের ধরে নিয়ে তাদের শরীরের অঙ্গ বিক্রি করি। নিজে বেঁচে থাকার জন্য মানুষকে লাউ কুমড়োর মত কেটে কুঁচি কুঁচি করি।

 ধর্মের নামে নিরর্থক লড়াই করে ভাই কাটছি ভাইয়ের মাথা। আতঙ্কবাদী হামলা হয় যেখানে সেখানে। কী লাভ  এসব করে? করোনা ভাইরাসের কাছে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।

 এবার থেকে আর মানুষ মারার লড়াই নয় বেঁচে থাকার লড়াই  হোক। ভালো থাকার লড়াই হোক। প্রকৃতির ক্ষতি নয় ভালো করার চেষ্টা হোক...

বেঁচে থাকুক মানুষ, পশু, পাখি,পোকা- মাকড়, পাহাড়- নদী, ঝর্ণা, গাছপালা। বেঁচে থাকুক সকল প্রাণে সহানুভূতি, প্রেম- প্রীতি-ভালোবাসা।
====================

Manisha Kar Bagchi
459/20 Katra Dhanpat Rai
Azadpur
Delhi-33