কবিতা : অরুণ চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : অরুণ চট্টোপাধ্যায়




মরার আগে মরব না

মৃত্যু নাকি নিকটে
আসন্ন এই সংকটে?
অবরুদ্ধ আছি আমরা
ধরে প্রাণ ভোমরা।
দিনের পরে দিন,
আশা নিয়ে ক্ষীণ।
মুখে লাগিয়েছি মুখোস
এড়াতে বিষ বাতাস।
সামাজিকতায় দূরত্ব
রেখে তবু মমত্ব।
বাঁচ আর বাঁচাও
মনের দূরত্ব ঘোচাও।
শত্রু মোটে ছোট নয়
মনে জাগায় নিত্য ভয়।
নেইকো মোদের অসি
অথৈ সাগরে ভাসি।
তবু ঢাল খুঁজি
স্বাস্থ্যবিধি পাঁজি।
পালন করি নিত্য
নির্ভয় হয়ে চিত্ত।

==========

DR. ARUN CHATTOPADHYAY

Mobile 8017413028