কবিতা -- অনন্য বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- অনন্য বন্দ্যোপাধ্যায়







আমরা আবার 

              


ঘরের দরজা বন্ধ কিন্তু মনের দরজা নয়
মনের  দরজা  দশটি-ই খোলা ...
বিষন্ন মন তাই চলে যায় ইতালি আমেরিকা ফ্রান্স স্পেন এ 

পথেঘাটে বাস নেই ট্রেন নেই কোথাও তবুও  যাচ্ছি 
ইচ্ছে হলেই চলে যাচ্ছি বাতাসে ভেসে 
ইচ্ছে হলেই বলে যাচ্ছি কথা বিরতি নেই 

মাঝে মাঝে ডুবে যাচ্ছি অতল অন্ধকারে 
ডুবসাঁতার জানি তাই হেরে যাচ্ছে তীব্র অন্ধকার
মাঝে মাঝে ভেসে উঠছি চিকন আলোয় 

আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে এক প্রবল দানব 
আমাদের সংযম একমাত্র তাকে পরাজিত করার মন্ত্র 
আমাদের সংহতি তাকে নিশ্চিহ্ন করবে প্রবল যুদ্ধে 

আমরা আবার হেসে উঠবো ফুলের মতো 
আমরা আবার ভেসে উঠবো ডুবে যাওয়া নৌকার মতো 
আমরা আবার গান গাইবো মিষ্টি পাখিদের মতো 

আমরা আবার ঝরে পড়ব নরম ঘাসের উপর ভোরের শিশিরের মতো ।

=================

অনন্য বন্দ্যোপাধ্যায়
লাভপুর , বীরভূম , পশ্চিমবঙ্গ 
দূরভাষ -- 7908600710