Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মুক্তভাবনা -- সুব্রত সামন্ত




                  হয়তো তাই

                 

রোজকার জীবনের ঘটনা কষ্ট--- সবটাই কেমন আবছা হয় যখন নোটিফিকেশনটি টিং করে ওঠে। দীর্ঘ বন্ধুত্বের ইনবক্সের ম্যাসেজ গুলো মুছে ফেললে ও মুছতে পারিনি কিছু প্রিয় মানুষগুলোকে। আর কষ্ট তখনই হয় যখন একটা মানুষ হঠাত্ করে বদলে যায়। হয়তো প্রিয় জিনিসগুলো হারিয়ে গেলে ক্ষনিক এর জন্যই কষ্ট পাই। রোজ রাতে মনের মাঝে চুয়িংগামের মতো লেগে থাকে জমে থাকা পুরোনো  দিনলিপি গুলো।প্রিয় মানুষটা আজ কল্পনা ভালোবাসে না চাঁদ ভালোবাসে না শুধু ভালোবাসে বাস্তবতাকে। আচ্ছা বলুনতো কেই বা জানে না আধুনিক যুগ মানে কম্পিউটার এর সাথে পাল্লা দেওয়ার একটা সময় মাত্র। হাতে থাকা সাড়ে ছ ইঞ্চির একটা মোবাইল যা সারা বিশ্বের তথ্য ধরে রেখেছে....আর এই প্রযুক্তির যুগেও আমরা কেউ কেউ আজ কোথায়! জানি সবই জানি তাই বলে লজিক এর বাইরে কথা বলার দরকার আছে বলে তো আমার মনে হয় না। যখন প্রিয় মানুষটা সারাদিন কাজের পরে বারান্দার চেয়ারে বসে আরাম করে আমি দুচোখ ভরে তার ক্লান্ত মুখ দেখি। সেটা কষ্ট কিনা জানিনা তবে আদর মাখা ক্লান্ত অনুভব করি।পথ কখনও শেষ হয় না, শেষ হয়না বিলাসিতা,শুধু ক্যালেন্ডারের নির্বাচিত দিনগুলো সর্বসম্মতিক্রমে আহ্বান জানায়... মাঝে মাঝে বলি এটা বিলাসিতা নয়, এটা কষ্ট! শুধু কল্পনা এঁকে আস্তে আস্তে বাস্তবতাকে সাথে নিয়ে মেলে ধরতে হবে। আজকের দুনিয়া অর্থের জন্য অনেক নীচু, তাই মানবিকতা কতটা আনতে পারব জানি না তবে বিলাসিতাটা সকলের মধ্যে শেয়ার করতে পারব। এ দুনিয়ার কষ্টের ভাগ ইচ্ছে করলে একটুখানি নিতে পারি তবে ক্ষেত্র বিশেষে। হ্যাঁ কষ্ট দেওয়ার প্রয়োজন আছে কষ্ট ছাড়া শিক্ষা গ্রহণ সম্ভব হয় কী? শুধু হঠাত্ বদলে যাওয়া মানুষের মিষ্টি বদলাটুকু নেওয়া হয়না আর নিতেও চাই না। ইতিহাসের পাতায় অবদান রেখে যায় সেই মানুষগুলো। তুমি বদলে যেও তবে একটু একটু করে সংকেত দিও যাতে আমিও নিজেকে মানিয়ে নিতে পারি, হ্যাঁ সত্যি।
========================

  ✍ সুব্রত সামন্ত
রাক্ষসখালী, পাথর প্রতিমা, দক্ষিণ ২৪ পরগণা, পিন-৭৪৩৩৭১ 


সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল