মুক্তভাবনা -- সুব্রত সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

মুক্তভাবনা -- সুব্রত সামন্ত




                  হয়তো তাই

                 

রোজকার জীবনের ঘটনা কষ্ট--- সবটাই কেমন আবছা হয় যখন নোটিফিকেশনটি টিং করে ওঠে। দীর্ঘ বন্ধুত্বের ইনবক্সের ম্যাসেজ গুলো মুছে ফেললে ও মুছতে পারিনি কিছু প্রিয় মানুষগুলোকে। আর কষ্ট তখনই হয় যখন একটা মানুষ হঠাত্ করে বদলে যায়। হয়তো প্রিয় জিনিসগুলো হারিয়ে গেলে ক্ষনিক এর জন্যই কষ্ট পাই। রোজ রাতে মনের মাঝে চুয়িংগামের মতো লেগে থাকে জমে থাকা পুরোনো  দিনলিপি গুলো।প্রিয় মানুষটা আজ কল্পনা ভালোবাসে না চাঁদ ভালোবাসে না শুধু ভালোবাসে বাস্তবতাকে। আচ্ছা বলুনতো কেই বা জানে না আধুনিক যুগ মানে কম্পিউটার এর সাথে পাল্লা দেওয়ার একটা সময় মাত্র। হাতে থাকা সাড়ে ছ ইঞ্চির একটা মোবাইল যা সারা বিশ্বের তথ্য ধরে রেখেছে....আর এই প্রযুক্তির যুগেও আমরা কেউ কেউ আজ কোথায়! জানি সবই জানি তাই বলে লজিক এর বাইরে কথা বলার দরকার আছে বলে তো আমার মনে হয় না। যখন প্রিয় মানুষটা সারাদিন কাজের পরে বারান্দার চেয়ারে বসে আরাম করে আমি দুচোখ ভরে তার ক্লান্ত মুখ দেখি। সেটা কষ্ট কিনা জানিনা তবে আদর মাখা ক্লান্ত অনুভব করি।পথ কখনও শেষ হয় না, শেষ হয়না বিলাসিতা,শুধু ক্যালেন্ডারের নির্বাচিত দিনগুলো সর্বসম্মতিক্রমে আহ্বান জানায়... মাঝে মাঝে বলি এটা বিলাসিতা নয়, এটা কষ্ট! শুধু কল্পনা এঁকে আস্তে আস্তে বাস্তবতাকে সাথে নিয়ে মেলে ধরতে হবে। আজকের দুনিয়া অর্থের জন্য অনেক নীচু, তাই মানবিকতা কতটা আনতে পারব জানি না তবে বিলাসিতাটা সকলের মধ্যে শেয়ার করতে পারব। এ দুনিয়ার কষ্টের ভাগ ইচ্ছে করলে একটুখানি নিতে পারি তবে ক্ষেত্র বিশেষে। হ্যাঁ কষ্ট দেওয়ার প্রয়োজন আছে কষ্ট ছাড়া শিক্ষা গ্রহণ সম্ভব হয় কী? শুধু হঠাত্ বদলে যাওয়া মানুষের মিষ্টি বদলাটুকু নেওয়া হয়না আর নিতেও চাই না। ইতিহাসের পাতায় অবদান রেখে যায় সেই মানুষগুলো। তুমি বদলে যেও তবে একটু একটু করে সংকেত দিও যাতে আমিও নিজেকে মানিয়ে নিতে পারি, হ্যাঁ সত্যি।
========================

  ✍ সুব্রত সামন্ত
রাক্ষসখালী, পাথর প্রতিমা, দক্ষিণ ২৪ পরগণা, পিন-৭৪৩৩৭১