কবিতা : শংকর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : শংকর হালদার



           বোঝাপড়া 

               












যেদিন সমাজ সভ্য সমাজে'র  পেয়েছে ছাড়পত্র 
অন্ধকারের আবর্তন ভুলে মেলেছে ডানা
বিবর্তনের হাতধরে অগ্রগতির চাকা ক্রমশ ধাবমান
আদিম নগ্নতা ভুলে পোশাকের  অহমিকা, আভিজাত্য, চিত্র-বিচিত্র সমাজ যাপন...
অতীত ইতিহাসকে সাক্ষী রেখে পা বাড়ানো'য়
সংখ্যায় কমে আসে আয়ু ফল্গুর রেখা ধরে
সভ্যতা বাসা বাঁধে সভ্যতার মগডালে
দূষক এঁকে দেয় এক এক ক্ষত তার গায় 
পৃথিবী ধৈর্য্যের স্থিরতা হারিয়ে আজ
মাশুল গোনে সুদাসলে ,
ফিরে পেতে চায় তার সহাবস্থান
শতকে শতকে মহামারীর হাতছানি
প্রমাণ মিলেছে একুশ শতকে ও 
কপোত ডানায় তার করুণ ইতিহাস আজও কাঁদে
কিছু ফিরে পাওয়ার বাসনা...
উচ্চাকাঙ্ক্ষা দৃষ্টিতে ঝাপসা বোঝাপড়া
বুঝে নেয়, খুঁজে নেয় তার ঠিকানা... 

                       ____________

                                     শংকর হালদার 
                         দাড়া, জয়নগর, দঃ২৪ পরগণা 
                   মোবাইল :৮৬৩৭৫৩২৯৯৩
তারিখ: ০৫/০৪/২০২০