মুক্তগদ্য -- মিনতি গোস্বামী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

মুক্তগদ্য -- মিনতি গোস্বামী



 

কবিতা লিখছি ভালোবাসার




আজ দশদিন হল গৃহবন্দী আছি। হাঁফিয়ে উঠছি. বলবোনা, অপেক্ষা, অপেক্ষা। যেন অহল‍্যার মত পাষাণ উদ্ধারের অপেক্ষায় প্রহর গোনা।মৃত‍্যুর আর্তনাদ, মৃত্যুর পদধ্বনি প্রতি প্রহরে, তবু জীবনকে আগলাবার দুর্বোধ্য প্রচেষ্টা।
রূপ, তোমার কথা আজ বড্ড মনে পড়ছে।বিশ্বাস করো, তবু কাছে যাওয়ার কথা, তোমাকে ছোঁয়ার কথা একবার ও মনে হচ্ছে না।
আমরা এই পৃথিবীটাকে খুব ভালোবাসি, তাই পৃথিবীর বুকে আবার হেঁটে বেড়াবার স্বপ্ন নিয়ে অপেক্ষায় আছি।
রূপ বলো, এই পৃথিবীটার উপর আমরা কত অত‍্যাচার করেছি।নিজেদের প্রয়োজন অনুযায়ী তার টুঁটি চেপে ধরেছি, সবুজকে ধ্বংস করেছি।
কিন্তু কি আশ্চর্য! সেই পৃথিবীই এখন নতুন করে বাঁচার প্রেরণা যোগাচ্ছে। রোজ সকালে ছাদে উঠে দেখি, ধোঁয়াশার পর্দা সরিয়ে আকাশটা বড্ড বেশি নীল।গাছগুলো যেন ধুলো ঝেড়ে ঝলমলে হয়ে উঠেছে।হাত নেড়ে সবাইকে বলছে, কটা দিন অপেক্ষা করো, আবার আগের মত তোমাদের বাঁচার রসদ যোগাবো।এখন পাখির ডাকে ঘুম ভাঙে এই নিঝুম শহরে।প্রকৃতি আর কবিতা যেন একাত্ম হয়ে ওঠে।
রূপ, আমি মৃত্যুর ঘন্টাধ্বনি শুনতে শুনতে ও
জীবনের কবিতা লিখছি। কবিতা লিখছি ভালোবাসার। জানি একমাত্র ভালোবাসাই
সোস‍্যাল ডিসট‍্যান্স সত্বেও এই পৃথিবীর  মানুষকে জয়ের মুকুট পরিয়ে দেবে। আমরা আবার নতুন পৃথিবীতে নতুন দিনের ধ্বজা উড়িয়ে দেব। ভালোবাসার নদীতে অবগাহন করবো আমরা আবার আগের মতন।

===================

মিনতি গোস্বামী
বোরহাট -কালীতলা বর্ধমান
পোস্ট-নূতনগঞ্জ
জেলা-পূর্ব বর্ধমান
সূচক 713102
মোবাইল নাম্বার 8016833459