কবিতা : সমীর দেওঘোরিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : সমীর দেওঘোরিয়া





মৃত্যুর পদধ্বনি


************************
চারদিকে কান পেতে শুনছি মৃত্যুর পদধ্বনি, 
নবরুপে এসেছে যমরাজ করোনা ভাইরাস। 
বিশ্ব জুড়ে হাহাকার, অসহায়
 একবিংশ শতকের মানব সমাজ। 
দেবতা ফিরিয়েছে মুখ; 
বন্ধ মন্দির, মসজিদ, গীর্যা দ্বার।
ডাক্তার, নার্স,পুলিশ-প্রশাসন 
মানব সেবায় নিযুক্ত সারাক্ষণ
তোমরাই ভগবান;ধন্যবাদ অভিনন্দন নয়,
তোমাদের শত কোটি প্রনাম জানাই।
তারি মাঝে অর্থ লোভী স্বার্থপর কিছু মানুষ 
খুঁজে ফিরে আপন স্বার্থ!
যদি না বাঁচে প্রাণ কি হবে বিশাল ঐ ঐশ্বর্য?
যে মানুষ;মানুষের জন্য সেই তো মহান। 
করজোড়ে নিবেদন নিজেকে 
কর না করোনার বাহন। 
সামাজিক দুরত্ব বাঁচার উপায় একমাত্র 
আমরা করবো জয় নেই কোনো সংশয়।



 বাঁচার উপায়

***********************
চারিদিকে কেন এত অবিশ্বাস? 
তীক্ষ্ণ ভাষায় আক্রমণ,পাল্টা আক্রমণ।
ছড়িও না সাম্প্রদায়িকতার বিষ 
সম্প্রীতির এই মুক্ত বাতাসে।
এই ঘোর সংকটের মুক্তি হবে কিভাবে,
তা না ভেবে কেন করো বাকযুদ্ধ? 
যা হয়েছে ভুলে যাও সবকিছু 
নতুন করে খোঁজো বাঁচার উপায়। 
পারস্পরিক সহযোগিতা সহানুভূতি
আর চাই সামাজিক দুরত্ব বজায়।
*************************

সমীর দেওঘোরিয়া 
গ্রাম - চৌতালা 
পোস্ট  - ভাগাবাঁধ 
থানা  - পাড়া 
জেলা  - পুরুলিয়া 
পিন নং  - 723126
মোবাইল নং  - 7908685835