কবিতা -- সুমন কুণ্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- সুমন কুণ্ডু






 ' এপ্রিলের কবিতা ' 


অভ্যাস থেকে সরে যাচ্ছে পৃথিবী
 গা সওয়া হয়ে আসছে ভয়

এখন ভয়ংকর প্রেম জেগে উঠছে আবার
আরও একটু চুপ হও
 আরও একান্তে যাও

 নিজের সাথে অন্তরঙ্গ হবার দিনে
দ্যাখো,  জোড়া শালিখ কার্নিশের ওপর
   মুখে চোখে গতানুগতিক আনন্দভাব

মিছিলের মতো সময় চলে যাবে
 অসুস্থ কয়েকটাই দিন,  ফিরবো

পুরনো বন্ধুর মতো বিশ্বাস রেখো
   প্রেমিকের মতো
অজানা মঞ্চ থেকে রাস্তায় নেমেছে ধর্ষক

===================


 সুমন কুন্ডু
 আতপুর, শ্যামনগর  
 উত্তর 24 পরগনা 743128
 পশ্চিমবঙ্গ