কবিতা --- মৃত্যুঞ্জয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা --- মৃত্যুঞ্জয় হালদার





অভিশপ্ত অবকাশ



এ কেমন জীবনযাপন করছি আমরা সব
ঘর বন্দী থাকার এ কোন অচেনা উৎসব!
নেই কোনো কাজ কেবল অকাজ করছি যত,
ফোন ঘাঁটা আর টিভিতে চোখ রেখেছি অবিরত।
চলন্ত শহর এ কোন বহর জ্বলন্ত জীবন জুড়ে,
অচল বিশ্বে অচেনা দৃশ্যে মরছি আমরা ঘুরে!
নেই কোনো সুখ গভীর অসুখ আজ পৃথিবীর
নিয়ে শান্তিবারি কেউ তাড়াতাড়ি এল নাতো কোন বীর!
প্রাণ হাঁসফাঁস নেই বুঝি আশ এই বসবাস,
ঘর ছেড়ে কবে সবাই মুক্ত হবে ঘুচে যাবে অবকাশ।
ফুলের সুবাস আসছে না বাস ছুটছে না রেল,
নেই কোলাহল সেই হলাহল আমোদ বিকেল।
...............................................................

✍️
   ( কলকাতা)