কবিতা -- জনি সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- জনি সরকার
















লক ডাউন কাকে বলে?



দিনের শুরুতে পাহাড়ি বাগিচা ঘেষা সূর্যকিরণ।
বাসন্তী কোকিলের  ডাকে ঘুমভেঙ্গে ,পরিযায়ী পাখির কুজন।
আর নির্জন দুপুরে
সূর্যের সারল্যে নিজের প্রতিচ্ছবি আঁকা।
নাকি, পরন্তু বিকেলের স্নিগ্ধ শীতল বাতাস আলতো করে গায়ে মাখা।
সবুজ এর সবুজটুকু কে সাবলীল ভাবে বাড়তে দেওয়া।
এটাই কি তবে লক ডাউন?
নাকি ,লক ডাউন মানে
ঐ ওজন স্তরের ভারসাম্য।
ক্লোরোফ্লুরোর বন্ধ আনাগোনা।
দূষিত কার্বন মনোক্সাইড কে বাতাসে মিশতে বারন করা।
আর বাস ট্রাম এর কোলাহল,
রেলগাড়ির পু: ঝিক ঝিক শব্দ
সবটাই ঘড়ির কাটার টিক টিকে হয়েছে আজ জব্দ।
মানুষ আজও উত্তর খুঁজছে
লক ডাউন কাকে বলে?
হাজারো উত্তরের ভিড়ে উঁকি মারছে,
আরে লক ডাউন হলো
ঐ দিন আনা দিন খাওয়া মেহনতি মানুষের ঘরে অরন্ধন উৎসব।
আভিজাত্য দের বাহারী রান্নার ভারে মোচ্ছব।
যে মা নিজেকে তুচ্ছ করে
প্রতীক্ষিত চাতক হয়ে,
আকাশ পানে চেয়ে বলে উঠে
দুধ স্যারেলাক সাধ ভিন্ন,
মুখে তুলবো  মার ভাতেরই পরোমান্ন।
আজ কি তবে প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতা খানি
সত্যি হলো নাকি !
আবারো যখন প্রশ্নটি সাজে
এত উত্তর এর মাঝে।
লক ডাউনের আসল সংজ্ঞা কি?
ঐ এক অজানা ভাইরাস
কড়া নেড়ে বলে
এবার করবো তোমায় গ্ৰাস।
বন্দী দশায় 
দমবন্ধ শাসরুদ্ধ হয়ে
খুজেঁ পেলাম আসল উত্তরটি আজ।

.......................

জনি সরকার।   পেশা- শিক্ষকতা,  ঠিকানা - শিক্ষক কলোনি, মালবাজার(ডুয়ার্স), জলপাইগুড়ি, পিন-735221,মোবাইল-7908691983.