কবিতা -- চন্দন সুরভি নন্দ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা -- চন্দন সুরভি নন্দ






মৃত্যু অববাহিকা 

                  

বসন্তের হাওয়ার বিষে 
এলোমেলো ফুলের দল 
বুনোহাঁস শঙ্খচিল ছিল যত 
ডানা মেলে দিয়েছে সাগর পার
লালমাটির পথ ধরে মরন এসেছে আবার 
ভোরের রোদ্দুর ভেজা রথে
ধূসর ছায়ায় বিবর্ণ ধানক্ষেতে

যে বক করিছে খেলা 
রুক্ষ নদী তীরে 
মৃত মানুষের স্তুপে
খোঁজে ছোট মাছ 

শকুনের পাল এসে 
চুনতি জানায়
রক্ত পলাশের ক্রন্দন 
মৃত্যু অববাহিকায়
------------------------

চন্দন সুরভি নন্দ
মানবাজার 
পুরুলিয়া