কবিতা : লিপি ঘোষ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কবিতা : লিপি ঘোষ হালদার

       

।।  বিদায় নিক করোনা ।।

         
শেষবসন্তে চৈত্রের অনল, বৈশাখী বাতাসে মিশে হলাহল,
ভাইরাস ভয়  স্তব্ধ করেছে মানুষের কোলাহল।
নিজগৃহে মানুষ হয়েছে বন্দী,মুক্ত পাখির কলকাকলি--
দূষণমুক্ত সুনীল আকাশে ফুটেছে আলো সোণালী।
ক্ষুদ্রাতিক্ষুদ্র অদৃশ্য বীজাণু  নিয়েছে কত না প্রাণ,
শিখিয়েছে সে সচেতন হতে জানিয়েছে তার অবস্থান।
তারই ভয়ে আজ থমকে গেছে মানবসভ্যতার উল্লাস,
সংক্রমণশক্তিবলে  মানুষকে  সে  করেছে পরিহাস।
জাতি-ধর্ম-ধনী-দরিদ্র নির্বিশেষে বিশ্ববাসী আজ সন্ত্রস্ত,
নাক মুখ ঢেকে,দূরে দূরে থেকে,পরিচ্ছন্নতা রক্ষায় ব্যাস্ত।
থাকুক সুঅভ্যাস,থাকুক একতা,বিদায় নিক 'করোনা';
গড়ে উঠুক সুস্থ জীবন, ফিরুক জীবনের গতি, থাকুক সুচেতনা।।
                --------