Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

দুটি কবিতা -- শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়







করোনা শিক্ষা


করোনা এসেছে বন্ধ হয়েছে যাবতীয় সমাবেশ।
রোজকার রোগে মরছে যদিও বহুগুণ নিয়ে রেশ।
তবুও সতর্কতাই জরুরি, তাতে নেই সংশয়।
খুন ধর্ষণ গায়ে সয়ে গেছে, হাঁচি ও কাশিকে ভয়।

দেবালয় নয় চিকিৎসালয় হল সময়ে ডাক;
তাতেও সংখ্যা লঘু ও গুরু বিচারের মাপ থাক।
বড্ড জরুরি চিকিত্সালয় ছিল ঐ জমিটিতে,
যেখানে বিপুল ক্ষতিপূরণের বদলে বিবাদ মেটে।  

হাজার বছরে কয়েক কোটি মন্দির গেছে মিশে,
মাটির ওপরে দরগা মাজার মসজিদ ক্রূর হাসে। 
একটি বাবরি পতনের ত্রাসে মেদিনী প্রকম্পিত--
মসজিদ যদি নাই থাকে আর, হাসপাতাল তো হত।
দিকে দিকে ছাক মাদ্রাসা দিয়ে ধর্মযুদ্ধে ডাক;
ভারতে রাঘব বিতর্কিত হানাদার জয় পাক। 




করোনায় করণীয় 


করনায় করণীয় ঘরে বসে স্নান,
ঘন ঘন খেয়ে যাওয়া আর জল পান।
তারপর মোটা হলে যদি বেঁচে থাকি 
সেরে নেব যে সকল হাঁটাহাটি বাকি।
ঘরের কাজের মাসি তার পোয়া বারো,
গৃহিণীরা সারাদিন শুধু খেটে মরো। 
এমনিতে দৌড়াঝাঁপ রাস্তা ও ঘাটে-
ঘুমোনোর অবকাশ কতটুকু জোটে?
এটুকুই করোনার করুণায় পাওয়া 
বেডরুম বাথরুম ডাইনিংএ যাওয়া। 

===================

Sriparna Bandyopadhyay 
Flat 3A, Jagadish Apartment,
26 J. K.  Chatterjee Road 
Sodepur, Kolkata 700110.
Mobile 9007511457

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক