Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

নিবন্ধ -- সুদর্শন মণ্ডল





করোনাকা্লের কথা




গভীর এক সংকটের মুখে পৃথিবী |বিশ্বে নোবেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ লক্ষ্য ছাড়িয়ে গেলো |ভারতেও এই ভাইরাসের থাবা বসেছে |এই কয়েকটা দিনেই আড়াই হাজার মানুষ আক্রান্ত ভারতে|আমাদের রাজ্যেও আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে |তবে আশার কথা এই রাজ্যে প্রথম আক্রান্ত ইংল্যান্ড ফেরত আঠারো বছরের যুবক আস্তে আস্তে সেরে উঠেছেন |রাজ্যে আক্রান্ত আরো তিন জন জীবনের স্বভাবিক ছন্দে ফিরছেন |আশার আলো এখানেই |
          ভাইরাস পরিবারের এক অন্যতম সদস্য করোনা ভাইরাস |এই করোনা ভাইরাস 1960 সালে প্রথম আবিষ্কার হয় |প্রথমে মুরগির মধ্যে সংক্রামক বঙ্কাইটিস ভাইরাস হিসাব দেখা যায় |পরবর্তীতে মানুষের মধ্যে,  "মনুষ্য করোনা ভাইরাস 229ই "এবং "মনুষ্য করোনা ভাইরাস ও সি 43" নামে দুই ভাইরাসের লক্ষন দেখা যায় |এর পরেও করোনা ভাইরাসের অনেক প্রজাতি আবিস্কার হয় |সাম্প্রতিক করোনা ভাইরাসটির নাম নোবেল করোনা ভাইরাস |এই নোবেল করোনা ভাইরাসটির মতো আরো ছয়টি করোনা প্রজাতির ভাইরাস মানুষের দেহে সংক্রামিত হতে পারে|তার প্রমান মিলেছে |2020 সালের ফেব্রুয়ারী মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোবেল করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম দেয়, "কোভিড -19"  |
          মানুষের মধ্যে এই নবীন করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত হবার ঘটনা ঘটে চীনের উহান প্রদেশে, সামুদ্রিক মাছ পাইকারি ভাবে বিক্রি হয় এমন একটা বাজারে |বর্তমানে তারই প্রভাব পড়েছে সারা বিশ্ব জুড়ে | 
          করোনার থাবা সব চেয়ে বেশি পড়েছে ইউরোপে |ইতালি, স্পেন আজ প্রায় মৃত্যু পুরী |গোটা বিশ্বে যত মানুষ কোভিড -19 ভাইরাসে আক্রান্ত হয়েছে তার অর্ধেক মানুষ ইউরোপের |
          বলার অপেক্ষা রাখে না যে নোবেল করোনা ভাইরাস বা COVID-19 হলো একটা সংক্রামক অসুখ |এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষন গুলো খুব সাধারণ কাশি, জ্বর |একটু মারাত্মক হলে নিউমোনিয়া জাতীয় লক্ষন গুলির সঙ্গে শ্বাসকষ্ট জনিত অসুস্থতা দেখা যায় |বর্তমানে এই অসুখের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি |সারা বিশ্ব এই ভাইরাসের ওষুধ তৈরী করা নিয়ে উঠে পরে লেগেছে |যতদিন না কোন ওষুধ বাজারে আসছে তত দিন অন্তত আমাদের সাবধানে থাকতেই হবে |ঘন ঘন হাত ধোয়া খুব খুব প্রয়োজন |অকারণ নাক মুখে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে |আর সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে |এই ভাইরাস থেকে রক্ষা পেতে সারা বিশ্ব আজ ঘরে বন্দী |
          ভারতে একুশ দিনের সর্বাত্মক লকডাউন চলছে |তবে এই একুশ  দিনের বন্দী জীবন কাটালেই যে করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত হওয়া যাবে সেটা নিশ্চিত করে বলা যাবে  না   |তাই মানুষকে অনেক সাবধান ও সচেতন হতে হবে |ভারতে তথা বিশ্বে করোনা প্রভাবের  ফল  ভারতের অর্থনীতিতে পড়তে বাধ্য | আজ চূড়ান্ত সংকটের মুখে পড়েছে বিশ্ব| আর তার প্রভাব থেকে ভারতও যে মুক্ত নয় এ কথা আমরা সকলেই জানি |দিন মজুররা কর্মীহীন হয়ে পড়েছে |এই সময় 2020সালে দেশের আর্থিক বৃদ্ধির হার অর্ধেক হওয়া অস্বাভাবিক কিছু নয় |চলতি বছরে দেশের জি ডি পি বুদ্ধির হার 2.5শতাংশে হয় তো নেমে যাবে |বিশ্বের প্রায় 195টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস নোবেল করোনা |আজ বিশ্ব অর্থনীতি হেরিকেনের  আলোর মত টিম টিম করে জ্বলছে |সেখানে ভারতও মুখ থুবড়ে পড়বে বলেই মনে হয় |
          করোনা ভাইরাস কে মোকাবিলা করতে আজ ওয়ার্ক ফ্রম হোমের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতে |নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে |অনলাইনের মাধ্যমে শিক্ষা যাতে পরিচালনা করা যায় তারও ব্যবস্থা করা হয়েছে  |অনলাইনে টাকা লেনদেন, সে তো অনেক দিন আগেই লক্ষ্য করা গেছে |আগামী দিনে এটা আরও বাড়বে বলেই মনে হয় |
        এই গভীর সংকট থেকে ভারতকে মুক্ত হতেই হবে |আর এটা করতে পারে 130কোটি জনগণ |একটু সচেতন হলেই এই মারণ ভাইরাস থেকে মুক্ত হতে পারবো আমরা |সামাজিক সচেতনতাই একমাত্র পথ |

মানুষ আজ গৃহ বন্দি |বেঁচে থাকার লড়াই যুদ্ধে নেমেছে মানুষ |আর এই যুদ্ধে জয়লাভ আমাদের হবেই |আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে |এই লক ডাউনের সময়ে সে গুলোর বিকাশ ঘটা স্বাভাবিক |ঘরে বন্দি থাকতে থাকতে মানুষ যখন মানসিক ভাবে অসুস্থ হয়ে পরে , তখন সে পুরানো স্মৃতির পাতা উল্টাতে চায় |রঙিন সে সব দিনের কথা পরিবারের মধ্যে ভাগ করে নিতে চায় |চরকির মতো ঘুরতে থাকা পৃথিবীতে মানুষ যখন দূরত্ব ঘূর্ণির মতো ঘুরপাক খাচ্ছে, তখন পৃথিবীর বুকে নেমে এল' সামাজিক দূরত্ব ' বজায় রাখার কথা |আসলে তো মানুষ অনেক দিন আগেই অসামাজিক হয়ে উঠেছিলো |সামাজিক দূরত্ব তো অনেক দিন আগেই তৈরী হয়েছে মানুষের মধ্যে |তা হলে আবার কেন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে |বাস্তবে মানুষের উপর চাপিয়ে দেওয়া এই বন্দি জীবনে দীর্ঘ দিন খোঁজ না নেওয়া ঠাকুরমা, মাসি, পিসি বা মামার সাথে নতুন করে ফোনে আলাপ জমাচ্ছে মানুষ |হারমোনিয়াম, তবলা বা গিটারের ধুলো মাখা বাস্ক ঝেড়ে নতুন সুরে নতুন ভাবে গেয়ে ওঠে নতুন জীবনের গান |যে দূষণ নিয়ে আমরা এত সেমিনার, এত আলোচনা করেও দূষণ নিয়ন্ত্রণ করতে পারিনি, তা আজ লক ডাউনের ফলে সম্ভব হয়েছে |আজ তাই নতুন করে পাখির ডাকে জেগে উঠি | জানলার সরু ফাঁক দিয়ে নতুন সূর্য উঁকি দেয় মশারি দিয়ে ঘেরা নরম বিছানায় |

============

সুদর্শন মণ্ডল 
মদনপুর, নদিয়া 
হোয়াটস্যাপ নম্বর :8293195177


জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল