Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

কবিতা : সৌরভ ঘোষ



 বরং দু- মুঠো ভাত দাও

 













তাড়িয়ে দিও না বরং দু-মুঠো ভাত দাও...

নুয়ে থাকা মুখ গুলো ভালো করে দেখ
মার্জিত সীমানা থেকেও চিনতে পারবে।

তোমার বাঁদিকে যার অ্যালুমিনিয়াম থালা,
চিনতে পারলে না !
সেখ পাড়ার সেলিম দর্জি-
সুতির মশারী, ছেঁড়া জামা, নাইটি 
মনে পড়ছে না !
তুমি বলতে, 'সেলিম দর্জির মত 
দরদ দিয়ে কজন কাজ করে!  ' 
লালচে নোটের খুচরো সেলিম কোথায় পাবে,
সেলিম অভিনয় বোঝে না
দু-চার টাকা এখনও হয়ত বাকি।
তাড়িয়ে দিও না ওকে বরং দু-মুঠো ভাত দাও...

তারই পরে পরনে লুঙ্গি সামনে কানা ফাটা সাদা বাটি ;
মনে করে দেখ
তোমার জলের ট্যাঙ্ক, লনের অবাধ্য ঘাস, বর্ষায় ব্লিচিং, 
বাড়ি কত পরিস্কার ! 
একছাদ বনসাই নীরবে হজম করে নিলে!
তাড়িয়ে দিও না ওকে বরং দু- মুঠো ভাত দাও...

ওর পাশেই একগাল দাড়ি, মাথাভরা উষ্কোখুষ্ক চুল,
অথচ চিরকাল ও'ই স্বচ্ছতার আয়না দেখিয়ে এল!
যাকে ছাড়া তোমার ছেলে চুল কাটতো না
যার গল্প শুনে তোমারও স্বপ্ন পেত
যার গল্প বলে তোমার খোকন ফার্স্ট হল ক্লাসে!
জানি ভুলে গেছ উত্তম সেলুন।
তাড়িয়ে দিও না ওকে বরং দু- মুঠো ভাত দাও...

একেবারে শেষে, এনামেল বাটি কোলে
ও শীতের রাতে এসেছিল।
তোমার তখন হাইপ্রেসার কেঁপে কেঁপে উঠছ।
অত রাতে কোনো আত্মীয় আসেনি, কোনো বন্ধু, ভগবান, 
এমনকি আমিও নয়।
একের পর এক উড়ালপুল পেরিয়েছে ওর সাদা অ্যামবাসেডর। 
সে রাতে বিছানার অভাব 
এক হাসপাতাল থেকে আর এক 
বৈতরণীর চাপা গুঞ্জন তুমি শুনেছিলে...  
ওরই চেনা ডাক্তার, পায়ে ধরে কত অনুরোধ;  
সে যাত্রায় বেঁচে ফিরলে।
তাড়িয়ে দিও না ওকে বরং দু- মুঠো ভাত দাও...

তুমি কি সত্যি সব ভুলেছ ! 

তিনতলা অট্টালিকা তোমার হতে পারে
সামনের রাজপথ কারও বাবার নয়
সকলেই কর দেয়, যারা ফুটপাতে তারাও। 
চাইলে ফুটপাতে না বসে
ওরা জোট বেঁধে বেঁধে ভেঙে দিতে পারত
কঠিন লোহার গেট, কাঁচের জানালা
সিন্দুকের জার্মান তালা। 
অবশ্য তোমার থেকে আদায় করতে 
কসরতের প্রয়োজন নেই; 
থালা বাটি বাজালেই ছাগলের চোখে বাঘ ।
ওরা ভয় দেখায় না
তাড়িয়ে দিও না বরং দু- মুঠো ভাত দাও...

ওরা দিন আনে দিন খায়...

ওদের মাটির ঘরে উঁকি দিলে দেখতে, 
হয়ত আজও হাঁড়ি চড়েনি ...
পঙ্গু বাবা,কোমর বাঁকা মা, 
রাত থেকে পেট কোলে দুটো ছেলে মেয়ে ;
সদ্যজাত কাঁদে মা'র শূণ্য বুকে মাথা রেখে।
ভয় নেই, 
উপকারের প্রতিদানে ওরা কিচ্ছু চাইবে না,
বরং অস্থির হবে ভেবে-
কোথায় তোমায় বসতে দেবে,
কি দিয়ে যে ভাত দেবে !
তাড়িয়ে দিও না বরং দু- মুঠো ভাত দাও...

মনে রেখো, 
এ যুদ্ধে তোমার মৃত্যু আসে যদি, 
এরাই আসবে তখন পেরিয়ে প্রবল নদী।
এরা আসবে ভাত ফেলে,
এরা আসবে, সব ভুলে...

তাড়িয়ে দিও না বরং দু- মুঠো ভাত দাও... 

==================


 সৌরভ ঘোষ 
মাজু,হাওড়া





জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল