Featured Post
কবিতা ।। প্রবল বিদ্রোহে ।। সুবীর ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমি বিদ্রোহী কবিতা পড়ে বিপ্লবী হব ভেবেছিলাম ।
নজরুলের মতো সাম্যের গানই গাইতে চেয়েছিলাম ।
দেখলাম সাম্য কেউ চায় না ---মানুষ না , প্রকৃতি না , ক্ষমতা না , রাক্ষস না ।
অবশেষে একদিন মেনে নিলাম জাতপাত তাগাতাবিজ প্রভু হুজুর কালো রাস্তা অন্ধকার ।
নজরুল বললেন --- বিদ্রোহী হওয়া খুব কঠিন ।
বিদ্রোহী হতে গেলে বিপজ্জনক হতে হয় ।
নজরুল একটা বিপজ্জনক জীবনে বেঁচে ছিলেন ।
গেঁয়ো ছেলে দুখু মিয়া ।
কোনো শাপভ্রষ্ট দেবতা না হলে অত পড়াশুনো অমন ছন্দোজ্ঞান , ওরকম সুরকৃতি !
একমাত্র সোনার কলমই পারে অমন সুন্দর শব্দযোজনা করতে--- 'দুর্গম গিরি কান্তার মরু' ।
অনেকেই তো লৌহ কপাটের শিকল ধরে নাড়ালো ; শিকল পরে ব্যবস্থাটাকে বিকল করতে পারল ক'জন !
ব্যবস্থাকে বিকল করে তাকে পাল্টাতে হয় ; তবে না বিদ্রোহ ।
"কেউ ভোলে না কেউ ভোলে"-র লেখকদের আমরা কৈশোরে বন্ধু ছিলাম ।
আমাদের রাঢ়বাংলা আমাদের কয়লাকুঠি তখন স্বচ্ছ শ্বাস চাইত আমাদের কাছে ।
নজরুল আসতেন প্রবল বিদ্রোহে ।
রবীন্দ্রনাথের কাছে শিখেছি বিদ্রোহের উপযুক্ত বিশেষণ 'প্রবল' ।
প্রবল বিদ্রোহেই আসে প্রেম ।
"শেফালিকা তলে কে বালিকা চলে" ।
আশৈশব মুগ্ধ নজরুলে ।
বিদ্রোহীকে এগিয়ে দেওয়ার কেউ থাকে না , আটকে দেবার লোক অনেক ।
নজরুল অসমাপিকা ক্রিয়ার মতো থেকে গেলেন ।
তবু নজরুল এক কালান্তরের নাম ।
নজরুল এক ঝোড়ো যুগান্তের অগ্নিফসল ।
নজরুল মানে একটা বেপরোয়া যাপন ।
রীতি জেনে রীতি না মানার সাহস রাখতে পারা এক প্রবল বিদ্রোহী ।
_______________________________________
সুবীর ঘোষ
৩০১ আশ্রয় এ্যাপার্টমেন্ট
গ্রুপ হাউসিং , বিধাননগর
দুর্গাপুর—৭১৩২১২
_____________________________________
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন