প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

হারিয়ে যাওয়া মুক্ত খুজি সাগর পাড়ে এসে
কোন ঝিনুক আছে সে ধন পাব অবশেষে।
প্রবল ঢেউয়ে পাগল পারা সাগর জলধি
দূরে দেশেতে ভেসে গেছে হৃদয় তলধি।
কত মূল্য ছিল যে সে বুঝিনিতো আগে
স্মৃতিরা সব গভীর রাতে আমার সাথে জাগে।
অনাদরে অবহেলায় ছিলো ঘরের কোনে
দীপের আলো জ্বেলে ছিলো অন্ধ মনের বনে।
যখন ছিল দুহাত ধরে ,তখন ঘৃনা অবহেলা
যেদিক তাকাই সঙ্গী হারা কাটে নাতো বেলা।
কেউ তো খবর রাখে না আজ একা পড়ে থাকি
শুন্য হৃদয় যন্ত্রনা দেয় কেমন করে ঢাকি।
দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনিতো আগে
ভেঙে গেছে নদীর দুকুল চরাচর জাগে।
শুন্য ঝিনুক পড়ে আছে মুক্ত হারা প্রাণ
স্বপ্ন ভাঙ্গা নিশীথ রাতে হল সব খান খান।
----------------------------------
রাণু বর্মণ, বেগমপুর কলোনী , দঃ ২৪ পরগনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন