ইতিকা বিশ্বাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2019

ইতিকা বিশ্বাসের কবিতা


"ভিন্ন রকম"

.....................................................................


একটা বুকের পাজর
নিমেষেই খন্ড বিখন্ড কারন বশত
একটা হৃদয় ক্ষত বিক্ষত
পাথর ভাঙার সমান আঘাতের।

একটা হৃদপিন্ড
সারাজীবন শরীরকে বহন করে চলে
ভাবার বিষয় হলে ভাবনাই কথা বলে
অক্ষত রাখতে প্রাণপণ প্রচেষ্টা নয় দ্বি-খন্ড।

দেহের কোশ গুলো
বয়সের ভারে ভারে ওরাও মৃত থেকে মৃত
শরীরের জড়তা ধীরে ধীরে কুঞ্চিত
ভালো মানসিকতার জন্য
উন্নতশীল করো মানসিকতা গুলো।

----------------------------------------------------

ইতিকা বিশ্বাস 
উত্তর চব্বিশ পরগনা,ঠাকুরনগর।