কবিতাঃ পলি ঘোষাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2019

কবিতাঃ পলি ঘোষাল

 শেষ পারানির কড়ি

    ---------------------------

জীবন পথের বাকে বাকে পেলাম অনেক কিছু ;
   অনেক পথ পেরিয়ে অবশেষে সায়াহ্নে পৌঁছে 
বুঝলাম বাকি আছে এখনও কিছু টা পথ। 
নিলাম অনেক বেশি, জীবনের কাছে থাকবো ঋণী.... মন খুলে দিলাম না তো কিছুই .... 
সঙ্গে তো যাবে না বিত্ত, বৈভব, টাকা কড়ি। 
    শরীর টাও পুড়ে ছাই হবে অন্তিম অবসরে ! 
অহংকারের শ্যাওলা ধরা মনের চৌকাঠে দাঁড়িয়ে শুনবো চরৈবেতির ধ্বনি। 
লয় হবে সব জমা থাকা যন্ত্রণার, 
জীবনের পরাজয়ে জয়ী হবে মৃত্যু নিদারুণ সত্য,
   ফেলে যাই আশা দিয়ে গাঁথা আবেগ। 
কোন পিছু ডাকে ভাঙে না যে ঘুম,..... 
তারই গভীরে ঘুমিয়ে যাব কোন এক দিন। 
    অগণিত প্রিয় পরিজন বিদায় জানাবে, 
সেই তো শেষ পারানির কড়ি .... 
 যে রাতের ভোর আসবে না, ডাকবে না পাখি আর কাননে , থামবে ডানার ঝাপটানোর শব্দ  ;
সকল আয়োজন বৃথা হয়, 
    যাবার কালে নেই কোন তাড়া, 
শুধু বন্ধ চোখের চারপাশে স্মৃতিদের আনাগোনা, আসা আর যাওয়ার মাঝে ব্যবধান বিস্তর, 
তবুও কিছু তো থাকে.... 
শেষের হিসেব মেলানোর বেহিসাবি  
পড়ন্ত বেলার ডাক, পারানির কড়ি।। 
============================

পলি ঘোষাল
কৃষ্ণনগর
নদীয়া