কবিতা: তন্ময় পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2019

কবিতা: তন্ময় পাল


ওদের আজ মা'কে দেখার সময় নেই

                                         

ওরা আজ অনেক বড়ো, প্রতিষ্ঠিত জীবনে
সংসার-ছেলে-বৌ সব নিয়ে ব্যস্ত জীবনে।
চাইলে পায় অনেক কিছু হাত বাড়াতেই,
তবু "ওদের আজ মা'কে দেখার সময় নেই"।

মায়ের আজ বয়স অনেক,চলতে ফিরতে পারেনা
ওরা যায় নিজের কাজে, মায়ের পানে তাকায় না।
ওদের মনে অনেক ফূর্তি সাজানো-গোছানো এক ছাদের তলাতেই
তাই "ওদের আজ মা'কে দেখার সময় নেই"।

নাহয় ওরা অনেক ব্যস্ত, টাকা রোজগারের কাজে,
মা'কে একটু দেখতেই পারিস সকাল আর সাঁঝে।
সারাদিন কাটে বাইরে বাইরে, সন্ধ্যাবেলা টিভি সিরিয়ালেই
তবু "ওদের আজ মা'কে দেখার সময় নেই"।

ওদের আছে ছেলে-বৌমা,মেয়ে-জামাই আর নাতি-নাতনি
একবারও এসে খোঁজ নেয় না,
   " মা! তোমার শরীর ঠিক হয়নি ? "
"মাগো তোমার কী ইচ্ছা করে খেতে ?"
"নাকি ইচ্ছা করে কোথাও ঘুরতে যেতে ?"
হয়তো " আজ মা'কে দেখার সময় নেই" ওদের হাতঘড়িতে।

বৃদ্ধা মানুষটা ভেবে মরে আজও সবার কথা,
ছেলে-বৌমার কড়া মেজাজে পায় যে মনে ব্যথা।
কিন্তু সবাই যে আজ ব্যস্ত খুব, কেউ দেখেনা সেই ব্যথা
"ওদের আজ সময় নেই" এটাই আসল কথা।

যে মা তোদের করলো বড়ো আদর-যত্ন-স্নেহে
সেই মা আজ চিন্তায় থাকে, কষ্ট পায় মোহে।
সেই মা'কে দেখলিনা তোরা একটু সময় নিয়ে
ভুলে যাসনা তোদেরও আছে ছেলে-বৌমা, জামাই-মেয়ে।

কী যে বলি দুঃখের কথা, মা যে বোঝে সব
সবই পেয়েছে এটা ভেবে থাকে যে নীরব।
তবুও তোদের বলি রে,
" সময় করে তোরা একটু মা'কে দেখতে যাসরে"
"থাক তোদের হাজার কাজ, উন্নতির স্বপ্ন,
সবটুকু নয়, একটু দিয়ে করিস মায়ের যত্ন।"
এই পৃথিবীতে মায়ের বিকল্প হয়না,
অজুহাত দিয়ে আর বলিসনা
"তোদের আজ মা'কে দেখার সময় নেই"।