কবিতাঃ রবিউল ইসলাম মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2019

কবিতাঃ রবিউল ইসলাম মণ্ডল



সমব‍্যাথী

------:-------




আবেগে আপ্লুত নয় অন্তর থেকে বলছি 
স্বাধীন দেশে নিরাপদে ভালো ভাবেই চলছি
বাড়া ভাতে ছাই দিতে কভু শত্রুরা যুগে যুগে
করে হত‍্যালীলা সইবো কি সব মুখ বুজে !

আমি আগামীকে কাছে ডাকি ইশারায়
আড়চোখে চাই, কভু শত্রুরা জেনে যায়। 
আমি জমদূতন‍্যায় যাব যদি প্রয়োজন পড়ে
শত্রু নিধনে দিতে পারি সকল আয়েস ছেড়ে। 

বাহান্নকে ভুলিনি কখনো হাঅন্ন হয়ে ভোরে
মাতৃভাষাকে চুরি করে নেবে বিদেশাগত চোরে ?
রফিক,জব্বার,বরকব, ছালামের রক্তের বিনিময়ে 
হাজার বার তোমাদের স্বরি আজি এই সুসময়ে। 

আমি মধু কবি মতো মধুহীন ভাবিও নাই,
আমি যত দরকারী সবকিছু বাংলায় পাই ।
সবকিছু ছাড়ি যত তাড়াতাড়ি বাংলা ছাড়া
সমব‍্যাথী আজ শহীদের তরে হৃদয় ভরা। 
কভু না ভুলিব রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
করিব না ক্ষমা বাংলা ভাষীরা যাহারা অত‍্যাচারী। 

                 ।সমাপ্ত।

রবিউল ইসলাম মণ্ডল
শিক্ষক- বহিরা ভাগ‍্যবন্তপুর বি,এম, হাই স্কুল(উঃ,মাঃ, )