Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

গুচ্ছ কবিতা -- উৎস ভট্টাচার্য

                 

      অলীক বাস্তব


     আলোআঁধারির নিত্যখেলা বিশ্ব চরাচরে,
     নানা রঙের দৃশ্যপট  ভাঙে আর গড়ে৷
     অলীক আর বাস্তবেতে ঘন সন্নিবেশ,
     মানসপটে স্থান করে নেয়, রয়ে যায় আবেশ!
     অতলান্ত গহীন মনের নিভৃত অন্ধকারে,
     অব্যক্ত অনুভবেরা নিত্য উঁকি মারে৷
     নিত্য আর অনিত্যের দ্বন্দ্ব দোলায় দুলে,
     বহুমাত্রিক জীবন-খেয়া  সদাই ভেসে চলে৷
     প্রবাস শেষে ভেসে আসে ঘরে ফেরার গান,
     শাশ্বত এক আশ্রয়েতে, চিরকালীন স্থান৷
      

             পরিশেষে


   নিশ্ছিদ্র অমানিশায় শ্মশানভূমি জাগে,
   জেগে উঠেই পিশাচেরা সব উষ্ণ শোণিত মাগে৷
   মূর্তিমান বিভীষিকাদের জিঘাংসাময় দৃষ্টি,
   স্পন্দন আজি থমকে দাঁড়ায়, মূর্ছিত হয় সৃষ্টি৷
   ঘনীভূত হয়ে শরীরী রূপে ঘোর অমঙ্গল,
ধেয়ে আসে ঐ করতে খালি কোন্ সে মায়ের কোল! 
নরক-সম অশূচি গন্ধ বাতাসে ঐ ভাসে,
 নারকীয় সেই ছায়া বিস্তার বিকৃত উল্লাসে!
   শয়তানের উপাসক যত ঘোর অনিষ্টকারী,
   অমঙ্গলের আবাহন করে ডেকে আনে মহামারী৷
   এত সত্ত্বেও বন্ধু শোনো গো, রেখো না মনেতে ভয়,   
শুভ-অশুভের দ্বন্দ্বে শেষেতে শুভ চেতনার-ই জয়৷
  কল্যাণময় পরমচেতনা কোন এক বেশে এসে,   
শুভ শক্তির জয় ধ্বজা সে যে ওড়াবেই ঠিক শেষে৷

            অনন্তের পূর্বে

      
              স্মৃতি চারণার বিহ্বলতা,
           জীবন ব্যপিয়া কত কথা
           উদিবে বুঝিবা একান্ত নির্জনতায়,
           নিজের সাথে স্মৃতির কথায়৷
           সাগর মাঝারে যেমন তরঙ্গ,
           জীবন-পাথারে কতই না রঙ্গ;
           আবার যেমতি সর্বগ্রাসী ঢেউ—
           কতই না বেদনা, বলিতে পারে কি কেউ?
           অতলস্পর্শী চিন্তাচেতনার
           প্রবল ঘূর্ণিঝড়—
          তবু অম্লান, চির উজ্জ্বল  স্থাপত্য মর্মর৷
           অব্যক্ত ভাবাবেগের  ঘনঘটায় হায়!
           বুঝি বা স্মৃতির সারণী  স্বচ্ছতা হারায়৷
           আলোআঁধারির অবাধ ক্রীড়া  দিচ্ছে প্রলেপ-
           নাকি, কেবল বাড়াচ্ছে পীড়া?
           অবাঞ্ছিত কর্তব্যের কী বা অভিপ্রায়?
           হয়তো তাকে নিয়ত ভাবায়৷
           তারপর?
           তারপর অনন্ত সাগরে অনন্তের আহ্বান;
           অনন্তেই দেয়া পাড়ি,
            স্হান-কালের মাত্রা ছাড়ি...!

নাম — উৎস ভট্টাচার্য
ঠিকানা — ১৬/৫৮৭ ৩নং ফিঙ্গাপাড়া(অরুণাচল), জেলা— উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, পিন নং— ৭৪৩১২৯; চলভাষ নম্বর/ Whatzapp নম্বর- ৯৫৯১০১৩৭৩৮; বৈদ্যুতিন ডাক- utsobhattacharyya@gmail.com





জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক