Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গুচ্ছ কবিতা -- উৎস ভট্টাচার্য

                 

      অলীক বাস্তব


     আলোআঁধারির নিত্যখেলা বিশ্ব চরাচরে,
     নানা রঙের দৃশ্যপট  ভাঙে আর গড়ে৷
     অলীক আর বাস্তবেতে ঘন সন্নিবেশ,
     মানসপটে স্থান করে নেয়, রয়ে যায় আবেশ!
     অতলান্ত গহীন মনের নিভৃত অন্ধকারে,
     অব্যক্ত অনুভবেরা নিত্য উঁকি মারে৷
     নিত্য আর অনিত্যের দ্বন্দ্ব দোলায় দুলে,
     বহুমাত্রিক জীবন-খেয়া  সদাই ভেসে চলে৷
     প্রবাস শেষে ভেসে আসে ঘরে ফেরার গান,
     শাশ্বত এক আশ্রয়েতে, চিরকালীন স্থান৷
      

             পরিশেষে


   নিশ্ছিদ্র অমানিশায় শ্মশানভূমি জাগে,
   জেগে উঠেই পিশাচেরা সব উষ্ণ শোণিত মাগে৷
   মূর্তিমান বিভীষিকাদের জিঘাংসাময় দৃষ্টি,
   স্পন্দন আজি থমকে দাঁড়ায়, মূর্ছিত হয় সৃষ্টি৷
   ঘনীভূত হয়ে শরীরী রূপে ঘোর অমঙ্গল,
ধেয়ে আসে ঐ করতে খালি কোন্ সে মায়ের কোল! 
নরক-সম অশূচি গন্ধ বাতাসে ঐ ভাসে,
 নারকীয় সেই ছায়া বিস্তার বিকৃত উল্লাসে!
   শয়তানের উপাসক যত ঘোর অনিষ্টকারী,
   অমঙ্গলের আবাহন করে ডেকে আনে মহামারী৷
   এত সত্ত্বেও বন্ধু শোনো গো, রেখো না মনেতে ভয়,   
শুভ-অশুভের দ্বন্দ্বে শেষেতে শুভ চেতনার-ই জয়৷
  কল্যাণময় পরমচেতনা কোন এক বেশে এসে,   
শুভ শক্তির জয় ধ্বজা সে যে ওড়াবেই ঠিক শেষে৷

            অনন্তের পূর্বে

      
              স্মৃতি চারণার বিহ্বলতা,
           জীবন ব্যপিয়া কত কথা
           উদিবে বুঝিবা একান্ত নির্জনতায়,
           নিজের সাথে স্মৃতির কথায়৷
           সাগর মাঝারে যেমন তরঙ্গ,
           জীবন-পাথারে কতই না রঙ্গ;
           আবার যেমতি সর্বগ্রাসী ঢেউ—
           কতই না বেদনা, বলিতে পারে কি কেউ?
           অতলস্পর্শী চিন্তাচেতনার
           প্রবল ঘূর্ণিঝড়—
          তবু অম্লান, চির উজ্জ্বল  স্থাপত্য মর্মর৷
           অব্যক্ত ভাবাবেগের  ঘনঘটায় হায়!
           বুঝি বা স্মৃতির সারণী  স্বচ্ছতা হারায়৷
           আলোআঁধারির অবাধ ক্রীড়া  দিচ্ছে প্রলেপ-
           নাকি, কেবল বাড়াচ্ছে পীড়া?
           অবাঞ্ছিত কর্তব্যের কী বা অভিপ্রায়?
           হয়তো তাকে নিয়ত ভাবায়৷
           তারপর?
           তারপর অনন্ত সাগরে অনন্তের আহ্বান;
           অনন্তেই দেয়া পাড়ি,
            স্হান-কালের মাত্রা ছাড়ি...!

নাম — উৎস ভট্টাচার্য
ঠিকানা — ১৬/৫৮৭ ৩নং ফিঙ্গাপাড়া(অরুণাচল), জেলা— উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, পিন নং— ৭৪৩১২৯; চলভাষ নম্বর/ Whatzapp নম্বর- ৯৫৯১০১৩৭৩৮; বৈদ্যুতিন ডাক- utsobhattacharyya@gmail.com





নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩