কবিতা -- সুমন দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা -- সুমন দাস

"অবৈধ"


অবৈধ সম্পর্কের জ্যোতি দরজায় কড়া নাড়ে 
মানুষ নিজে বৈধ ভেবে নেমেছে অত্যাচারে 
রক্তবীজের রক্তে নিষিক্ত নয় এই ভূমি 
বিষবাষ্পের ভাণ্ড কেন ওসার কর তুমি? 

ফসলভরা শ্রমিক কয়লা খনির নীচে 
উলঙ্গ মনন খিলখিলিয়ে হাসে 
অন্তঃসত্ত্বা পৃথিবী জন্ম দেয় আলোর পিছে 
মোহিনী অভিমানী আবার শোকে ভাসে 

বিধুমুখী আঁচল ভর খুঁটে রাখ বেঁধে 
বিনা অপেক্ষায় আহার খেয় রেঁধে
সকালবেলায় সুরগুলি সব সেঁধে 
"চন্দ্রমল্লিকা অপেক্ষা ভাল" বলবে কেঁদে কেঁদে।


"তোমার ছবি"


চোখের তারা ঠেকে গেছে কিনারে 
কিঞ্চিৎও আর বাকি নেই
এত বিন্যাস এত আহবান কার তরে
অভাগার বেদীতে দেবী সেই। 

ঘন সম্মোহনে দেবে গো আশ্রয় 
কাটাব কাটাব হাজার জীবন 
কোমল থাকুক হাসির রেখা
যেমন ফুটেছে অধরে প্রসারণ। 

সীমানা এঁকেছে আলুলিত কেশসারি
প্রিয় দিগন্তরেখা বরাবর 
চিনি গো চিনি সত্যিই নারী 
বিরল ফুলের বিরল আকর।



কলমে- সুমন দাস 
ঠিকানা- গ্রাম+পোস্ট- বড়বেলুন 
জেলা- পূর্ব বর্ধমান 
থানা- ভাতাড় 
পিন- ৭১৩১২৫ 
মো- ৬২৯৬৪২৩৯৫৫
ইমেইল- sd885582@gmail.com