সবিতা বিশ্বাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

সবিতা বিশ্বাসের কবিতা

এক চিলতে রোদ



সকালবেলা জানালা খুলে যেই দিয়েছি উঁকি
এক চিলতে রোদ আমায় ছুঁয়ে বললো টু--কি
তারপরে সে বসলো গিয়ে রঙ্গনেরই ডালে
রোদের সাড়া পেয়েই পাতা নেচে উঠলো তালে

রোদ ছড়ালো টগর গাছে রোদ ছড়ালো ফুলে
নরম রোদের ছোঁয়া পেয়ে বেলি উঠলো দুলে
গোলাপ জুঁই শিউলি জবা ডাকলো ওরা রোদকে
হিরের কুঁচি শিশির ফোঁটা খুশিতে ওঠে চলকে

শালিখ টিয়ে বললো ডেকে এই গাছেতে আয় না
ফুলকুঁড়িরা আপন হল আমরা বুঝি কেউ না?
মান ভাঙাতে ছুটলো রোদ টিয়ে পাখির বাসায়
রোদের তাপে টিয়ের ছানা ঘুমিয়ে আছে খাসা

এমনি করে রোদের কণা ছড়িয়ে দিল খুশি
তাথৈ তাথৈ নাচ দেখালো বুবুর পোষা পুশি
রাতের কালো মুছিয়ে দিয়ে এক চিলতে রোদ
জগৎ জুড়ে ছড়িয়ে দিল ভালোবাসার বোধ।
               --------------------------

সবিতা বিশ্বাস
প্রযত্নে-- লঙ্কেশ্বর বিশ্বাস
গ্রাম ও পোস্ট-- মাজদিয়া (বিশ্বাস পাড়া)
(শুভক্ষণ লজের পাশে)
জেলা-- নদীয়া। পিন-- ৭৪১৫০৭
ফোন-- ৮৯০০৭৩৯৭৮৮