আবদুস সালাম এর কবিতাগুচ্ছ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

আবদুস সালাম এর কবিতাগুচ্ছ




সময়ের লাইব্রেরী 



   অজস্র ভাবনা জড়ো হয়ে আছে কুলুঙ্গিতে
 হৃদয় খুঁড়ে দেখি পরিত‍্যক্ত রোমান্টিক বর্বরতা

 আশ্রয়হীন বিশ্রাম ঝুলে আছে কার্নিশে
নদীর ধারে ধারে নৃত্য করছে ভাঙনের অশ্লীলতা


       দহন            


আকাশে ব‍্যলকনিতে ঝুলে আছে সময়
অস্থির সময় গাইছে হাসপাতালের  গান
অশ্রু ঝরে পড়ছে নীল সমুদ্রে

দহন ক্লান্ত অভিসার মাখে ভাষা
নৈবেদ্য সাজায়
বিশ্রাম কুড়িয়ে নিই

আকাঙ্খা র উনুনে সিদ্দ  হয় দিকভ্রান্ত  শূন্যতা
ছেঁড়া পান্ডুলিপি নিয়ে বসে আছি যদি বাড়ে সময়ের ক্ষিদে


স্রোত           


  পোশাক ভিজে যায় ঘামে
উপন্যাসের করুন নায়ক আমি

আত্মার ক্ষরণ চলে নিরন্তর
ভাতের থালায় ছায়া পড়েছে ধূসর পাতার

ভেসে চলেছি বিষাদ জলের নীল স্রোতে


পাপ                 


বিশ্বাস ছড়িয়ে পড়ছে শূন‍্যতায়
জ্ঞানত আমরা সেদিকে পথ মাড়ায় না
ঢেউ বইছে জলহীন উপত‍্যকায়
বাতাসের নৌকা কুয়াশায় মুখ ঢাকে

আবেগ মেখে পর্বত ঘুমিয়ে যায়
পাহাড়ের পথে নিলাম হয় অক্সিজেন
টুপটাপ গড়িয়ে পড়ে জল
পায়ে পায়ে হেঁটে চলেছে অরণ্য

বিষন্ন বিশ্বাস আত্মমগ্ন হয়
অভিমানী জীবন খুঁজতে থাকে জ্ঞানের চিহ্ন
পাথর দিয়ে সেলাই করছি জীবন
রক্ত বিশ্বাস নিয়ে হামাগুড়ি দেয় নীল ভবিষ্যত

ধ্বনিহীন বিশ্বাস ছুটে চলেছে ঐক‍্যভাঙার গ্রামে
গন্তব্যহীন মেঘেরাও ভয় পায় জ্ঞান পাপীদের  পাড়ায় যেতে 

     ====================

আবদুস সালাম
প্রয়াস, শ্রীকান্তবাটি  মাদারল্যান্ড
ডাক  রঘুনাথগঞ্জ  মুর্শিদাবাদ 742225
9734332656