ছড়া -- তাপস বাগ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

ছড়া -- তাপস বাগ


       শীতের বেলা
  

হিম বাতাসে নীল আকাশে 
সাদা মেঘের ভেলা 
ফুল সেজেছে মন মেতেছে 
এল শীতের বেলা। 

সর্ষেফুলে মাঠ ভরেছে 
সোনা রোদের খেলা 
চরণবিলের জলা জুড়ে 
হরেক পাখির মেলা। 

খেজুর রসের গন্ধ ভাসে 
নলের গুড়ের মোয়া 
শিশির ভেজা সবুজ ঘাসে 
হিরে কুঁচির ছোঁয়া। 

কুয়াশাতে পথ ঢেকেছে 
ধানের ক্ষেতে দোলা 
লাল সোয়েটার মাথায় টুপি 
যাচ্ছে হাটে ভোলা।
************************
তাপস বাগ 
সম্পাদক : নাট্যালাপ 
৪২ এইচ /৭, গোকুল বড়াল স্ট্রিট 
কলকাতা - ৭০০০১২
ফোন ; ৯৯০৩২৯৯৪৫৫ / ৭২৭৮৫৩০৬৩৩